লেখাপড়ায় অভিষেক! জানেন হাতেখড়ি দেওয়া এই খুদে কে?

লেখাপড়ায় অভিষেক! জানেন হাতেখড়ি দেওয়া এই খুদে কে?

কলকাতা: সরস্বতী পুজো মানেই যুব মনে উন্মাদনা৷ সকাল থেকে পুজোর আয়োজন, তার পর প্রিয় বন্ধুর হাত ধরে ধুরে বেড়ানো৷ এর বাইরেও আরও একটি গুরুত্বপূর্ণ সূচনা হয় এই দিনেই৷ আর সেটা হল হাতেখড়ি৷ খুদে ছেলে মেয়েরা মায়ের সামনে স্লেটে অ-আ লিখে শুরু করে তাদের শিক্ষা জীবন৷ এ বছরেও তার ব্যতিক্রম হয়নি৷ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সকাল থেকে সাজোসাজো রব৷ পুজোর আয়োজনের কেন্দ্রে রয়েছে এক খুদে৷ আজ হাতেখড়ি হল তাঁর৷ দাদুর কোলে বসে দাদুর হাত ধরে লিখল অ-আ৷ জানেন সে কে? 

আরও পড়ুন- প্রথা ভেঙে বাগদেবীর আরাধনা, পুরোহিতের আসনে অশোকনগরের দশম শ্রেণির ছাত্রী

এই খুদে আর কেউ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেল আয়াংশ বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের খুদে নাতি৷ আজ তাকে হাতেখড়ি দেওয়ান অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের প্রথম সন্তান আজানিয়া৷ ২০১৯ সালে দ্বিতীয় সন্তানের বাবা হন তিনি৷ স্ত্রী রুজিয়া পুত্র সন্তান জন্ম দেওয়ার পরেই ছবি পোস্ট করে সেই খবর জানিয়েছিলেন অভিষেক৷ এদিন ছেলের হাতেখড়ির ছবিও পোস্ট করলেন তিনি৷ আজানিয়ার নাম রেখেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ছেলে আয়াংশের নাম রেখেছেন অভিষেক নিজেই৷ যার অর্থ আলোর উৎস৷ 

আপাতত গোয়া বিধানসভা ভোটের কাজে দারুণ ব্যস্ত রয়েছেন অভিষেক৷ তার মাঝেই সময় বার করে চলে এসেছেন কলকাতায়৷ রবিবারই গোয়া ফিরে যাওয়ার কথা তাঁর৷ তবে সব কাজের মাঝেও ছেলের হাতেখড়ির সাক্ষী থাকলেন বাবা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =