বিজেপিকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন অভিষেক! তবে রয়েছে ‘টুইস্ট’

বিজেপিকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন অভিষেক! তবে রয়েছে ‘টুইস্ট’

কলকাতা: উপনির্বাচনে চার কেন্দ্রেই রেকর্ড ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ আসনেই কার্যত পর্যুদস্ত হয়েছে বিজেপি শিবির। তবে দলের জয়ের পরেও বিজেপিকে দীপাবলীর শুভেচ্ছা জানাতে ভুললেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপিকে দেওয়া শুভেচ্ছা বার্তায় রয়েছে টুইস্ট! ‘শব্দবাজিহীন’ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক।

এদিন দলের জয়ে মোটামুটি স্পষ্ট হয়ে যাওয়ার পরেই টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘প্রকৃত অর্থে শব্দবাজিহীন দীপাবলীর শুভেচ্ছা জানাচ্ছি বিজেপির কর্মী এবং সমর্থকদের।’ প্রসঙ্গত এর আগে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দলের জয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর সঙ্গে সঙ্গেই অভিষেক কার্যত খোঁচা দিয়ে বিজেপিকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গোসাবা, দিনহাটা এবং খড়দহে ইতিমধ্যেই জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরে ৫০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে বাকি তিন কেন্দ্রে কার্যত রেকর্ড ব্যবধানে জিতেছে মমতা বাহিনী। ইতিমধ্যেই দলের জয় নিয়ে টুইট করেছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বাংলার মানুষ ঘৃণার রাজনীতি দূরে সরিয়ে একতা এবং উন্নয়ন বেছে নিয়েছে।

মমতা টুইট করে লিখেছেন, “৪ কেন্দ্রের জয়ী প্রার্থীদের আমি মন থেকে অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয় এবং বাংলা দেখিয়ে দিয়েছে যে তারা উন্নয়ন এবং একতাকে বেছে নিয়েছে, ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে। মানুষের আশীর্বাদে আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাব সেই প্রতিজ্ঞাবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =