‘কাকে বোকা বানাচ্ছো!’ কয়লা কাণ্ড নিয়ে বিজেপিকে তুলোধনা অভিষেকের

‘কাকে বোকা বানাচ্ছো!’ কয়লা কাণ্ড নিয়ে বিজেপিকে তুলোধনা অভিষেকের

কলকাতা: কয়লা এবং গরু পাচার কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিজেপি গোষ্ঠী। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কয়লা কেলেঙ্কারির ৯০০ কোটি টাকা তৃণমূল নেতাদের কাছে রয়েছে! এদিকে একের পর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত দিনের পর দিন আরো পরিস্থিতি উত্তেজক করে তুলছে। এই প্রেক্ষিতে এ দিন বিজেপিকে এক হাত নিয়ে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা দিলেন কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপি আসলে বিভ্রান্তি ছড়াতে চাইছে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, “কয়লা আসলে কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদারকিতে থাকে। যদি বিজেপি মনে করে তৃণমূল কংগ্রেস নেতারা তার থেকে টাকা পেয়েছে তাহলে কেন্দ্রীয় সরকার কেন তদন্ত করে আসল কালপ্রিটদের ধরতে পারছে না?” একইসঙ্গে তিনি আরো বলেন, “আরও বড় হাস্যকর ব্যাপার এই, বিজেপি, কয়লা মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক নাকি তৃণমূল নেতাদের নির্দেশ ফলো করছে নিজেদের বস (মোদী-শাহের) নির্দেশ ফলো না করে! কাকে বোকা বানাচ্ছ বিজেপি?” এদিকে এদিনই, এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কয়লা দুর্নীতি প্রসঙ্গে কথা বলে বিজেপি কে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, তাঁর যদি গলা কেটে দেওয়া হয় তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। বিজেপি যদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের একটাও প্রমাণ করতে পারে, তাহলে সিবিআই বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার দরকার পড়বে না, তিনি নিজে ফাঁসির মঞ্চে উঠে তা গ্রহণ করবেন।

 

 

আরও পড়ুন-  একদিনের বিরিয়ানি নাকি পাঁচ বছরের জন্য ডালভাত? BJP-র টাকা বিলিতে তোপ অভিষেকের

অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করে ব্রাত্য বসু বলেন, দুর্নীতি নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিজেপি তাদের দিয়েই সাংবাদিক বৈঠক করে বলছে দুর্নীতির প্রেক্ষিতে পদক্ষেপ নেবে। এই ইস্যুতেই ব্রাত্য বসু মন্তব্য করেন, ৯০০ কোটি টাকা নাকি তৃণমূল কংগ্রেস হফ্তা নিয়েছে। তাহলে কেন্দ্রীয় মন্ত্রীরা কত হপ্তা নিয়েছেন কারণ কয়লা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। এই প্রেক্ষিতেই কয়লা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =