তৃণমূল ও বিজেপির পার্থক্য কোথায়? গোসাবায় বোঝালেন অভিষেক

তৃণমূল ও বিজেপির পার্থক্য কোথায়? গোসাবায় বোঝালেন অভিষেক

54a23660fd7cabfbed6b289ac4ed8e15

গোসাবা: হাতে মাত্র আর কয়েকদিন, তারপরেই বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হতে চলেছে। খড়দহ, দিনহাটা, গোসাবা এবং শান্তিপুরে আগামী ৩০ অক্টোবর হতে চলেছে উপনির্বাচন। সেই প্রেক্ষিতেই প্রচার শুরু করে দিয়েছেন ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন গোসাবায় তিনি জনসভা করেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দেন যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ কোথায়। 

এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, চারটি কেন্দ্রে কেন নির্বাচন হচ্ছে তা আগে জানতে হবে। খড়দহ এবং গোসাবায় যাদের মানুষ ভোট দিয়েছিল তারা মানুষের কাজ করতে করতেই প্রাণ হারিয়েছে করোনা ভাইরাস সংক্রমণে। নিজের জীবন বিপন্ন করে মানুষের কাজ করে গিয়েছে তারা। অন্যদিকে বাকি দুই কেন্দ্রে মানুষ যাদের বিশ্বাস করে ভোট দিয়েছিল তারা ভোটে জিতে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হবে বলে বিধায়ক পদ ছেড়ে দিয়েছে। অর্থাৎ তারা মানুষের রায় প্রত্যাখ্যান করে নিজেদের স্বার্থের জন্য পদক্ষেপ নিয়েছে। অভিষেকের কথায়, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সবথেকে বড় পার্থক্য। একটি দল সব সময় মানুষের হয়ে এবং মানুষের জন্য কাজ করে। অন্য দল শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করে। মানুষের কথা তারা ভাবে না। 

অভিষেক আরো বলেন, মে মাসে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত বিজেপির কোন নেতাকে বাংলায় মানুষের সাহায্য করতে দেখা যায়নি। উত্তর প্রদেশ থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশের কেন্দ্রীয় নেতা তো দূর, বাংলার অনেক বিজেপি নেতাদের সাধারণ মানুষ চোখে দেখতে পাননি এই দুঃসময়ে। এর থেকেই বোঝা যায় যে কারা শুধুমাত্র ভোটের জন্য মানুষের পাশে থাকার কথা বলে আর কারা সত্যি সত্যি মানুষের জন্য কাজ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *