Aajbikel

সুপ্রিম কোর্টে পিছল অভিষেকের মামলা, শুনানি শুক্রবার

 | 
অভিষেক

 নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছল অভিষেক মামলার শুনানি৷ নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই৷ এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সুপ্রিম নির্দেশে পরে সেই মামলার বেঞ্চ বদল হলেও পূর্ববর্তী নির্দেশে কোনও বদল ঘটেনি৷ এর পরেই গত শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নোটিস পাঠায় সিবিআই। তলবে সাড়া দিয়ে শনিবার নিজাম প্যালেসে হাজিরাও দেন অভিষেক৷ কিন্তু ওই দিনই সুপ্রিম কোর্টে আবেদন জানান তাঁর আইনজীবীরা। সোমবার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছিল। কিন্তু সেই মামলা পিছিয়ে গেল। আগামী ২৬ মে সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিশেষ বেঞ্চে হবে এই মামলার শুনানি৷ 


সোমবার বিচারপতি অনিরুদ্ধ রায় ও বিচারপতি সঞ্জয় কারোলের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে ছিল অভিষেকের মামলার শুনানি। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতে জানান, তাঁর মক্কেল রাজনৈতিক কর্মসূচির জন্য শহরের বাইরে ছিলেন৷ সেই সময়ই নোটিস পাঠিয়ে তাঁকে ডেকে পাঠায় সিবিআই৷ 

উল্লেখ্য, শনিবার সকালে সর্বোচ্চ আদালতে স্পেশ্যাল রিট পিটিশন দাখিল করেছিলেন আইনজীবী সিংভি। হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন জানান আভিষেক। সেই কথা চিঠি লিখে সিবিআইকে জানিয়েও ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ কিন্তু, শুক্রবার সিবিআইয়ের নোটিস হাতে পেয়েই তৃণমূলের নবজোয়ার কর্মসূচির ফেলে কলকাতায় ফেরেন অভিষেক। শনিবার সকালে হাজির হন নিজাম প্যালেসে সিবিআই দফতরে। সেখানে সাড়ে ন’ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এর পর সিবিআই দফতর থেকে বেরিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন অভিষেক৷ 

Around The Web

Trending News

You May like