কোটি কোটি টাকা ওড়াচ্ছে বিজেপি, হাসপাতাল হচ্ছে না! হিসেব দিলেন অভিষেক

কোটি কোটি টাকা ওড়াচ্ছে বিজেপি, হাসপাতাল হচ্ছে না! হিসেব দিলেন অভিষেক

বর্ধমান: করোনাভাইরাস পরিস্থিতির জেরে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র ধরা পড়ছে। কোথাও বেড নেই, কোথাও আবার ডাক্তার এবং চিকিৎসা কর্মীর অভাব। কিন্তু কেন্দ্রীয় সরকার একেবারেই যথাযথ পদক্ষেপ নিচ্ছে না উপরন্তু ভোটের কারণে টাকা উড়িয়ে বেড়াচ্ছে। পূর্ব বর্ধমানের জনসভা থেকে এই ভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিসেব করে বুঝিয়ে দিলেন যে বিজেপি কী হারে টাকা ওড়াচ্ছে এবং সেই টাকা জায়গায় খরচ করলে কটা হাসপাতাল হতে পারত।

এদিন অভিষেক বলেন, সাড়ে আট হাজার কোটি টাকার বিমানে চড়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ ভেবে দেখছেন না এই ফুর্তি এবং বিলাসিতা না করে যদি ওই টাকায় হাসপাতাল বানানো যেত তাহলে অন্তত ১০০ টি হাসপাতাল বাড়ত দেশের। কত সংখ্যক বেড়ে যেত তা হিসেব করলেই দেখা যায়। কিন্তু সেসব না করে ফুর্তি করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, ২৫ হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হচ্ছে যা অপ্রয়োজনীয়। সেই টাকা বাঁচিয়ে যদি স্বাস্থ্যখাতে ব্যবহার করা হত তাহলে প্রচুর সংখ্যক হাসপাতাল এবং বেড পেত দেশবাসী। কিন্তু সেসব না করে ভোটের জন্য টাকা ওড়াচ্ছে বিজেপি। এর পাশাপাশি গুজরাট মডেলের প্রসঙ্গ তুলে বিজেপিকে একহাত নিয়েছেন অভিষেক। জানিয়েছেন, গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশে শ্মশানের বাইরে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স, মৃতদেহ পোড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না। 

অভিষেকের কথায়, এই পরিস্থিতি আজ তৈরি হয়েছে তার কারণ বিজেপি শুধুমাত্র মন্দির এবং মসজিদের রাজনীতি করে গিয়েছে, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, কিছু নিয়েই ভাবেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন ধর্মের রাজনীতি করেননি, তিনি শুধু উন্নয়নের রাজনীতি করেছেন। সিপিএম আমলে বাংলায় যা বেডের সংখ্যা ছিল তার থেকে বহুগুণ বেড়ে আজ সব বাংলায় বেডের সংখ্যা ১ লক্ষেরও বেশি, এমন দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 12 =