‘জো হামারা সাথ, হম উনকে সাথ’, শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে সংসদে রণং দেহি অভিষেক

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে সুস্পষ্ট বৈষম্যের ছাপ৷ বিহার ও অন্ধ্রপ্রদেশকে ঢেলে দিলেও বাংলার ভাগ্যে শিকে ছেড়েনি৷ এরই মধ্যে শুভেন্দুর মন্তব্যকে টেনে সংসদে চাঁচাছোলা আক্রমণ শানালেন অভিষেক…

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে সুস্পষ্ট বৈষম্যের ছাপ৷ বিহার ও অন্ধ্রপ্রদেশকে ঢেলে দিলেও বাংলার ভাগ্যে শিকে ছেড়েনি৷ এরই মধ্যে শুভেন্দুর মন্তব্যকে টেনে সংসদে চাঁচাছোলা আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’ বদলে হয়েছে ‘জো হামারা সাথ, হম উনকে সাথ’। প্রসঙ্গত, এই ভাষাতেই বিজেপির নীতি স্পষ্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

বুধবার তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আক্রমণ শানাতে গিয়ে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যকেই হাতিয়ার করলেন তৃণমূলের সেনাপতি৷ তিনি বললেন, শরিক দলগুলিকে তুষ্ট করতেই এই বাজেট পেশ করা হয়েছে। তাঁর অভিযোগ, বাজেট পেশ করে দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্রের সরকার৷