নেত্রী মায়ের সমান, বেইমানি করলে ভগবানও ক্ষমা করবে না! হুঙ্কার অভিষেকের

নেত্রী মায়ের সমান, বেইমানি করলে ভগবানও ক্ষমা করবে না! হুঙ্কার অভিষেকের

0073755cdb16fc2091f3bd1002407bdd

নন্দীগ্রাম: কখনো নাম করে, কখনো বা নাম না করে এদিন নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারীকে চরম আক্রমন করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তাঁর পাকিস্তানের মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন তিনি, অন্যদিকে হুঁশিয়ারি দিয়ে বললেন আগামী নির্বাচনে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে! এদিনের সভায় থেকে শুভেন্দু অধিকারীর নতুন নাম দিয়েছেন অভিষেক, তা হল ৪২০ অধিকারী।

এদিন অভিষেক ভাষণ দিতে গিয়ে মন্তব্য করেন, সাধারণ মানুষ নিজেই ঠিক করবেন যে তারা উন্নয়নে থাকবেন নাকি ভাঁওতাবাজিতে। এখন নির্বাচন আসার মুখে খুব মন্দিরে মন্দিরে ঘোরার শুরু করেছে একজন। কিন্তু মনে রাখতে হবে যারা বেইমানি করে তাদের ভগবান ক্ষমা করে না। এই প্রসঙ্গে অভিষেকের মন্তব্য, নেত্রী মায়ের সমান হয়, মায়ের সঙ্গে বেইমানি করলে ভগবানও ক্ষমা করবে না। জামানত বাজেয়াপ্ত হবে, তৈরি থাকো, এমনই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে পাচার কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি শিবির। সেই প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, সীমান্তের পাহারাদার বিএসএফ কেন্দ্রের হাতে, স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। তাহলে গরু পাচার হলে দায় কাদের নিতে হবে সেটা সকলেই বুঝতে পারছেন। এই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন তিনি। অভিষেকের আরও সংযোজন, বহিরাগত নেতারা বাংলায় এসে গন্ডগোল পাকাচ্ছেন, ওদিকে দিল্লিতে ১৫ শ’ কোটি টাকার পার্টি অফিস তৈরি করেছে। ৬ কোটি টাকার গাড়ি চাপা হচ্ছে এদিকে কৃষকদের দেওয়া হচ্ছে মাত্র ৬,০০০। এদিকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষকদের ১০,০০০ টাকা দিচ্ছেন। 

আরও পড়ুন- দিদিকে বহিরাগত খোঁচা মোদীর, বহিরাগত কে? জবাব মমতার!

এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে পাকিস্তান নিয়ে মন্তব্য প্রসঙ্গে একহাত নেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠি সকলের সামনে তুলে ধরে অভিষেক খোঁচা দিয়ে বলেন, যারা এখানে থেকে মানুষের বিভেদ সৃষ্টি করছে ইন্ডিয়া-পাকিস্তান ইস্যুতে, তারাই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সহযোগিতা এবং সহমর্মিতার চিঠি পাঠাচ্ছে। নির্বাচনের আগে বালাকোট করে বলছে বদলার কথা, এখন একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *