ইস্তেহার অডিও ক্যাসেটের মতো, শোনা যায়, দেখা যায় না! বিজেপিকে একহাত অভিষেকের

ইস্তেহার অডিও ক্যাসেটের মতো, শোনা যায়, দেখা যায় না! বিজেপিকে একহাত অভিষেকের

মহিষাদল: রাজ্যের মহিলাদের প্রাধান্য দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি শিবির। তারপর থেকে বিরোধীরা একে একে আওয়াজ তুলতে শুরু করেছে যে এটা হল বিজেপির নতুন জুমলা। অবশ্যই চুপচাপ বসে থাকেনি তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই একের পর এক আক্রমণ করা হয়েছে তাদের তরফে। আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জনসভা থেকে বিজেপির ইস্তেহার নিয়ে আওয়াজ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বললেন, বিজেপির ইস্তেহার অডিও ক্যাসেট, শোনা যায় কিন্তু দেখা যায় না।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি শুধুমাত্র প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন হয় না। তাদের ইস্তেহারও অনেকটা এরকম। অডিও ক্যাসেটের মত শুধু শোনা যায়, কিন্তু বাস্তবে দেখা যায় না। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যের শাসক দল যে ইস্তেহার প্রকাশ করেছে সেটা হাই কোয়ালিটি ডিভিডি, সোনা এবং দেখা সব যায়, একেবারে স্পষ্টভাবে। এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে তৃণমূল কংগ্রেস হারাবেই বলে এদিন ফের আত্মবিশ্বাসী মন্তব্য করেন তিনি। অভিষেকের দাবি, পরিসংখ্যান থেকে যদি লড়াই হয় তাহলে বিজেপিকে তৃণমূল কংগ্রেস ১০-০ গোলে হারাবে। 

আরও পড়ুন- কেটে গিয়ে ধসে গেছে গোড়ালি, ছিঁড়েছে শিরাও! জানালেন আহত মমতা

তিনি আরো বলেন, এর আগে নির্বাচনে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কিন্তু সেগুলো আজ একটাও পূরণ হয়নি। বছরে দুই কোটি চাকরি দেবে বলেছিল, ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, একটা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়ে দিয়েছেন। বিনা পয়সায় খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হচ্ছে সরকারের তরফে। এছাড়াও কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প চলছে রাজ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, তৃণমূল কংগ্রেস যা বলে তা করে দেখায়। তাই অভিষেক বলছেন, বিজেপির ৭ বছরের কাজের হিসেব নিন, আর জোড়া ফুলে ভোট দিন। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *