শান্তিপুর: চলতি সপ্তাহেই বাংলায় ৪ কেন্দ্রে উপনির্বাচন যাদের মধ্যে একটি কেন্দ্র শান্তিপুর। আজ সেখানেই নির্বাচনী প্রচারে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ সভার মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি দাবি করলেন যে আগামী দিনে ১০-০ গোলে পরাজিত করে তাদের মাঠ থেকে বের করে দেবেন।
এদিন অভিষেক বলেন, গত সাত বছর ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কী করেছে, আর রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত দশ বছর ধরে কী করেছে তার তুল্য মূল্য বিচার করলে বিজেপি ১০-০ গোলে হেরে যাবে। অভিষেকের কথায়, বিজেপির নেতারা নিজেদের মত জায়গা ঠিক করুক, সময় ঠিক করুক, সঞ্চালক ঠিক করুক, তিনি সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন। তারপর শুধুমাত্র তথ্য এবং পরিসংখ্যান নিয়ে তর্ক হবে। যদি তিনি বিজেপিকে ১০-০ গোলে হারিয়ে মাঠের বাইরে না করতে পারেন তাহলে আর কোনদিন রাজনীতির আঙিনায় পা রাখবেন না! এমন স্পষ্ট বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি তিনি নিজের বক্তব্যের মাধ্যমে বিজেপির দ্বিচারিতা তুলে ধরেন জনসভায় আগত সকলের সামনে। অভিষেক বলেন, বিজেপি দাবি করে যে বাংলাকে নাকি বাংলাদেশ বানিয়ে দেওয়া হবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আবহে নিজেই বাংলাদেশ গিয়েছিলেন। সেখানে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে জয় বাংলা স্লোগান পর্যন্ত দিয়েছিলেন। বিজেপির নেতারা বাংলায় এসে এই স্লোগান দেয় না কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই স্লোগান দেন। অভিষেকের কথায়, এই দ্বিচারিতাকে হারাতেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। এই প্রেক্ষিতে তিনি আসন্ন নির্বাচনে শান্তিপুরে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানান সকলকে।