Aajbikel

নিউ ইয়র্কে চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরলেন অভিষেক,বাবার হাত ধরে আজানিয়া

 | 
অভিষেক

কলকাতা: চোখের চিকিৎসা করাতে আমেরিকায় গিয়েছিলেন তিনি৷ তা নিয়ে বিস্তরক রাজনৈতিক জলঘোলাও হয়৷ তবে সে সবকে বুড়ো আঙুল দেখিয়েই চিকিৎসা সেরে কলকাতায়  ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবিবার সন্ধ্যায় দমদম বিমান নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তাঁকে দেখা গেল কালো গেঞ্জি আর নীল জিন্সে৷

অভিষেক আগেই জানিয়েছিলেন ২০ তারিখ কলকাতায় ফিরবেন তিনি৷  চোখের চিকিৎসা করিয়ে নির্ধারিত দিনেই ফেরেন তৃণমূল সাংসদ৷ এদিন অভিষেকের সঙ্গে বিমানবন্দরে দেখা যায় তাঁর মেয়েকেও। তবে সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। দূর থেকে সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়েই চটপট গাড়িতে উঠে বসেন। রওনা দেন বাড়ির পথে৷ জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মারাত্মক এক দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ চোখে গুরুতর চোট পান তিনি। কলকাতার পর বিদেশে গিয়ে চিকিৎসা করান অভিষেক। গত বছর সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোরের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। ৭ ঘণ্টা ধরে চলে অপারেশন৷ সেসময়ও তিনি প্রায় ২৫ দিন আমেরিকায় ছিলেন। আদালতের অনুমতি নিয়ে চলতি বছর ২৭ জুলাই সস্ত্রীক দুবাইয়ে রওনা দেন অভিষেক। সেখান থেকে আমেরিকার বিমান ধরেন৷ আমেরিকায় থাকাকালীন একাধিক ছবিও শেয়ার করেন অভিষেক।

Around The Web

Trending News

You May like