সিতাই: শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার কাউনডাউন। দ্বিতীয় দফার এবারের নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে হতে চলেছে ভোটগ্রহণ। ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উন্মাদনার পারদ যে সপ্তমে চড়ে রয়েছে তা বলাই বাহুল্য। এই আবহেই এদিন দলীয় জনসভা থেকে ফের বিজেপি নেতাদের এক হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় জনতা পার্টির লোকেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছেন, এদিন এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, বিজেপি নেতাদের যাতে কেউ ফিরিয়ে না দেয় সে আর্জিও জানিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ। এদিন তিনি বলেন, ” বিজেপির নেতারা এখন জায়গায় জায়গায় গিয়ে মানুষকে টাকা দেওয়া শুরু করেছে। ৫০০,৬০০,৭০০,১০০০-টাকা নাও আর পদ্মফুলে ভোট দাও। আমি আপনাদের জোড় হাত করে বলব ওদের ফেরাবেন না। টাকাটা নিয়ে নেবেন।”
এখানেই শেষ নয়, যা টাকা বিজেপির লোকজন দেওয়ার প্রস্তাব দিচ্ছে তার চেয়ে আরো খানিক বেশি টাকা চেয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর কথায়, “৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা বাংলা থেকে নরেন্দ্র মোদী সরকার কেটে নিয়ে গেছে। এ টাকা আপনার টাকা। আমার টাকা।” টাকা নিয়ে ভোটের বাক্সে উল্টে দেওয়ার কথাও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বস্তুত, গেরুয়া শিবিরের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভোট দেওয়ার জন্য টাকা বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে আগেও। কিন্তু স্বভাবতই দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয় লকেট চট্টোপাধ্যায়রা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এদিন সিতাইয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা এবং দিনহাটার জোড়াফুল প্রার্থী উদয়ন গুহ’র জন্য প্রচার করতে জনসভায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে ফের তাঁর মুখে শোনা গেল পুরোনো সেই অভিযোগই।