বাংলায় কটা আসন পাবে তৃণমূল? জানিয়ে দিলেন খোদ অভিষেক

কলকাতা: লোকসভা নির্বাচনের লড়াই যে মোটেও সহজ নয়, সে কথা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যদিও তাঁর কথায়, ২৪-এর লোকসভা নির্বাচনে…

অভিষেক

কলকাতা: লোকসভা নির্বাচনের লড়াই যে মোটেও সহজ নয়, সে কথা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ যদিও তাঁর কথায়, ২৪-এর লোকসভা নির্বাচনে তৃণণূলের প্রাপ্ত আসনের সংখ্যা বাড়বে৷ গতবছর ২২টি আসনে জিতেছিল শাসক শিবির৷ এবছর তা বেড়ে ২৩ হতে পারে৷ আর বা ৩৪-এও পৌঁছে যেতে পারে৷

 

একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘‘২২-এর মধ্যে যদিও পরবর্তীকালে দু’জন চলে গিয়েছিলেন। তবে আমি ২২-ই ধরছি। এটা বলছি যে ২২-র বেশিই হবে। সেটা ২৩-ও হতে পারে। সেটা ২৮-ও হতে পারে। সেটা ৩০-ও হতে পারে। আবার ৩৪-ও হতে পারে।’’ তিনি আরও বলেন, ২০১৯-এ দলের স্লোগান ছিল ৪২-এ ৪২৷ কিন্তু ফল প্রকাশের পর জোড় ধাক্কা খেয়েছিল তৃণমূল৷ তাই এবার আর সেই স্লোগান তোলা হচ্ছে না৷ ২০২৪-এ ‘৪২-এ ৪২’ হওয়াটা যে রীতিমতো টাফ, তা বিলক্ষণ জানেন অভিষেকও৷ তবে ডায়মন্ড হারবারে মার্জিনটা আরও বাড়িয়ে চার লাখ করার ডাক দিয়েছেন তৃণমূলের সেনাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *