কলকাতা: পেট্রোলের পর আজ ডিজেলও ‘সেঞ্চুরি’ করে দিয়েছে রাজ্যে। ১০০ পার হয়ে গিয়েছে দাম। রাজ্যের একাধিক জেলায় বর্তমানে এই দাম ডিজেলের। আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা সহ বাকি জেলাগুলিতেও ডিজেলের দাম ১০০ পার করবে বলেই অনুমান। এই ইস্যুতে মুখ খুলে কেন্দ্রীয় সরকারকে একহাত দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোসাবায় আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে এই নিয়ে মন্তব্য করলেন তিনি।
এদিন অভিষেক বলেন, গোটা দেশের কী অবস্থা নরেন্দ্র মোদী সরকার করেছে তা সকলে জানে। কিন্তু আগে পেট্রোল ‘সেঞ্চুরি’ করেছিল, ১০০ পার হয়েছিল তার দাম, এখন আজ ডিজেলও তাই করল। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ভোজ্য তেল, জ্বালানি, সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু এখন টিকার ১০০ কোটি নিয়ে প্রচার করছে বিজেপি। কিন্তু তার আগে পেট্রোল, ডিজেল নিয়ে মুখ খোলা উচিত কারণ সেগুলি আগে ‘সেঞ্চুরি’ করেছে! এই মন্তব্য করেই বিজেপি সরকারকে খোঁচা দেন অভিষেক। এর পাশাপাশি নোটবন্দি থেকে শুরু করে জিএসটি ইস্যুতেও কেন্দ্রের মোদী সরকার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন তিনি।
প্রসঙ্গত, যা পরিস্থিতি তাতে বাজারে সমস্ত জিনিসের দাম প্রায় অগ্নিমূল্য। শাকসবজি থেকে শুরু করে মাছ এবং মাংস, আগের তুলনায় অনেকটাই বেশি দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে ডিজেলের মূল্যবৃদ্ধি অবশ্য ভাবে চিন্তায় ফেলে দিয়েছে মধ্যবিত্তকে। পণ্যসহ যে কোন পরিবহনে এখন মূলত ডিজেলের ব্যবহার হয়ে থাকে। তাই এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখন রাজ্যের বেশ কয়েকটি জেলায় ডিজেলের এই দাম বৃদ্ধি হলেও আগামী কয়েকদিনে অধিকাংশ জেলায় তার দাম এই ভাবেই বাড়বে বলে অনুমান করা হচ্ছে। খুব তাড়াতাড়ি কলকাতাতেও ডিজেলের দামের শতরান হবে বলে ধারণা।