ত্রিপুরার ফলে বেজায় খুশি অভিষেক! বললেন, ‘এবার আসল খেলা হবে’

ত্রিপুরার ফলে বেজায় খুশি অভিষেক! বললেন, ‘এবার আসল খেলা হবে’

কলকাতা: এই প্রথমবার পশ্চিমবঙ্গের বাইরে নির্বাচনের লড়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার পুরভোটে জিততে না পারাটা কার্যত প্রত্যাশিত ছিল ঘাসফুল শিবিরের কাছে কিন্তু নজির করে বেশিরভাগ আসনে দ্বিতীয় স্থান অধিকার করেছে মমতা বাহিনী। সেই প্রেক্ষিতে রাজ্যের শাসক দল এই নির্বাচনের ফলকে কোনও ভাবেই হার বলতে রাজি নয়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতেও এই মনোভাব স্পষ্ট। বরং তিনি উল্টে দাবি করছেন, আসল খেলা এবার হবে।

ত্রিপুরার নির্বাচনের ফলাফল নিয়ে এদিন টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, “এটাই অপ্রত্যাশিত ব্যাপার যে, অত্যন্ত সামান্য উপস্থিতি নিয়ে একটি দল শুরু করে পুরসভার নির্বাচনে প্রধান বিরোধী হয়ে ওঠা কুড়ি শতাংশ ভোট শেয়ার নিয়ে। মাত্র তিন মাস আগে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছিলাম এবং ত্রিপুরা বিজেপি গণতন্ত্রের হত্যা করতে কোন পদক্ষেপ বাকি রাখেনি। ত্রিপুরার সাহসী তৃণমূল কংগ্রেস কর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবে তো শুরু এবার আসল খেলা হবে।” প্রসঙ্গত, ৩৩৪ আসনের মধ্যে ৩২৯ আসন জিতেছে বিজেপি এবং মাত্র একটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বেশিরভাগ আসনেই তারা দ্বিতীয় স্থান পেয়েছে।

 

এদিকে বিজেপিকে এক হাত নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করে ফেলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট লিখেছেন, ত্রিপুরা একমাত্র দু’মাসের সংগঠন ছিল তৃণমূল কংগ্রেসের তাতেই হামলা, মামলা এবং তাণ্ডব চালানো হয়েছে কিন্তু তারপরেও বহু জায়গায় ঘাসফুল দ্বিতীয়। সাধারণ মানুষের লড়াইকে তিনি কুর্নিশ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =