বিজেপি এজেন্ট দিতে না পারলে তৃণমূলের দায় নয়: অভিষেক

বিজেপি এজেন্ট দিতে না পারলে তৃণমূলের দায় নয়: অভিষেক

কলকাতা:  সকাল থেকে দফায় দফায় উত্তাপ ছড়িয়েছে কলকাতা পুরভোট নিয়ে। বিক্ষিপ্ত অশান্তি, ভোট লুটের অভিযোগ, প্রার্থীকে মারধর, ইভিএম ভাঙচুরের মত ঘটনা ঘটে গিয়েছে। সব মিলিয়ে বিরোধী দল চাপ বাড়াচ্ছে তৃণমূলের ওপর। তবে ভোট দিয়ে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি যদি বুথে বুথে এজেন্ট দিতে না পারে তাহলে তার দায় তৃণমূলের নয়। তাঁর কটাক্ষ, ‘নাচতে না জানলে উঠোন ব্যাকা।’

অভিষেক বিজেপিকে একহাত নিয়ে বলেন, তাদের প্রার্থীদের কোনও মানসিকতা নেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার। এদিকে যে তারকা প্রচারকদের তালিকা তারা প্রকাশ করেছিল তাদের মধ্যে অর্ধেক এসে পৌছয়নি। তার কারণ তারা জানে যে মানুষের হৃদয়ে তাদের কোনও স্থান নেই। তবে সকলে চায় যে গণতান্ত্রিকভাবে, সুষ্ঠু পরিবেশে ভোট হোক। সকাল থেকে যে অশান্তির খবর সামনে আসছে তার প্রেক্ষিতে কথা বলতে গিয়ে তিনি বলেন, যে বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটেছে তার সঙ্গে যদি তৃণমূলের কোনও যোগাযোগ থাকে বা যোগাযোগ থাকার প্রমাণ কেউ দিতে পারে, তাহলে প্রশাসন এবং দলীয় স্তরে তাকে শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে দলমত নির্বিশেষে পরিস্থিতি সামাল দেওয়ার।

উল্লেখ্য, দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.৮৯ শতাংশ। তবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পুরভোটকে প্রহসন বলে দাবি করা হয়েছে। অন্যদকে বিজেপি রাজ্যের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আবার আজ এক নজিরবিহীন দৃশ্য দেখা গিয়েছে শহরে। সিপিএম, কংগ্রেস ও বিজেপি মিলিত ভাবে বিক্ষোভ দেখায় উত্তর কলকাতার বড়তলা থানার সামনে। তাদের সকলের নিশানা একই, তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =