‘ভুল জাতীয় সঙ্গীত গেয়েছে বিজেপি’, বিস্ফোরক টুইট অভিষেকের

‘ভুল জাতীয় সঙ্গীত গেয়েছে বিজেপি’, বিস্ফোরক টুইট অভিষেকের

কলকাতা: হাওড়ার ডুমুরজোলার সভা মঞ্চে তৃণমূল কংগ্রেস নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে জারি তরজা। শাসকদল থেকে একের পর এক নেতা গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ায় গত কয়েকদিন ধরেই রাজ্যে নড়বড়ে দেখাচ্ছে ঘাসফুলের ভিত। সেই আবহেই এদিন হাওড়ার সভা থেকে বিজেপিতে গেলেন আরো একদল তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল থেকে বিজেপিতে যোগদান সভায় শাসকদলের বিরুদ্ধে একাধিক তোপ দেগেছেন বিজেপি নেতৃবৃন্দ। এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধেও নতুন করে আক্রমণ শানাল তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতি সত্ত্বেও হাওড়ার যোগদান সভায় ‘ভুল’ জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। সেই সূত্রে প্রাক্তন দলীয় নেতাদের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন বিজেপির সভা মঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিজেপিকে কটাক্ষ করেন তিনি। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “দেশভক্তি ও জাতীয়তাবাদের বড় বড় জ্ঞান দেন যাঁরা, তাঁরা দেশের জাতীয় সঙ্গীতটাও ঠিকমতো গাইতে পারেন না।”

এখানেই শেষ নয়, বিজেপিকে কটাক্ষ করে ট্যুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “এটাই সেই দল, যারা ভারতের সম্মান এবং গর্ব বজায় রাখার দাবি করে। সত্যিই লজ্জাজনক।” জাতীয় সঙ্গীত ভুল গাওয়ার মতো দেশবিরোধী কাজের জন্য নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ ক্ষমা চাইবেন কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি।

উল্লেখ্য হাওড়ার রবিবাসরীয় বিজেপির যোগদান মেলায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত শাসকদলকে এক হাত নেন তিনি। তাঁর নিশানার মূলে ছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘ভাতিজা’কে পরবর্তী মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন, এমনটাই দাবি করেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *