Aajbikel

সপ্তাহে দু’বার আমার বিরুদ্ধে গল্প বানানো ছাড়া কোনও কাজ নেই, ইডি-কে খোঁচা অভিষেকের

 | 
অভিষেক

 কলকাতা: চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার সেখানে অস্ত্রোপচার হওয়ার কথা তাঁর৷ এর ঠিক আগে সোমবার টুইট করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে নিয়ে রীতিমতো মস্করা করলেন ডায়মণ্ড হারবারের সাংসদ৷ 

সম্প্রতি অভিষেক মামলায় আদালতে অস্বস্তিতে পড়তে হয়েছে ইডিকে। অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিস কেন? সরাসরি তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ,  লুক আউট নোটিস প্রত্যাহার করে নিতে হবে। এর পর কলকাতা হাই কোর্টে ভর্ৎসনার মুখে পড় ইডি৷ আদালত তার পর্যবেক্ষণে বলে, স্রেফ অনুমানের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কীভাবে মামলা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?


এহেন পরিস্থিতিতে সোমবার টুইট করেন অভিষেক৷ সেখানে তিনি লেখেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে এত অকর্মণ্য সব লোক বসে আছে যে, তাঁদের দেখে করুণা হচ্ছে। সপ্তাহে দু’বার আমার বিরুদ্ধে গল্প সাজানো ছাড়া ওদের আর কোনও কাজ নেই। আর এ সব করছে শুধু ওদের রাজনৈতিক প্রভুকে খুশি করার জন্য”। তিনি আরও বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক যে, তদন্তের নামে বছরের পর বছর ধরে করদাতাদের অর্থ নষ্ট করার পরেও আদালতে উপযুক্ত প্রমাণ দিতে পারেন না। দেশের সেবা করার যে কর্তব্য তাঁদের দেওয়া হয়েছে, তার প্রতিও তাঁরা অবহেলা করেন। আর সেটা প্রমাণিত হয়, মামলার নিষ্পত্তি করে দোষী প্রমাণিত করার পরিসংখ্যান দেখলেই। ফলে আমরা এতে আর আশ্চর্যও হই না যে, কেন ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র ০.৫ শতাংশ!’’ আমেরিকায় চোখের চিকিৎসা করাতে গিয়ে কেন অভিষেক ইডিকে এমন আক্রমণ শানালেন, সেই প্রশ্ন উঠছে৷

Around The Web

Trending News

You May like