গঙ্গারামপুর: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ক্ষমতা থাকলে নিজের বাড়িতে পদ্ম ফুটিয়ে দেখাতে। তৃণমূলের তরফে সেই চ্যালেঞ্জকে কার্যত পূর্ণ করেছেন শুভেন্দু অধিকারী। নতুন বছরের প্রথম দিনেই ভাই সৌমেন্দু অধিকারীর বিজেপিতে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গ তুলে এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে গঙ্গারামপুর থেকে সভা করে ফের একবার নাম না করে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বেইমানি আর পাল্টিবাজি করে বিজেপিতে গিয়ে বাঁচার চেষ্টা চলছে। যারা উপসর্গহীন বেইমান, তারা দলের খেয়ে দলের সঙ্গে গাদ্দারি করেছে।
নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেকের বক্তব্য, তিনি বলেছিলেন বাড়িতে পদ্ম ফুল ফোটাতে, সঙ্গে সঙ্গে ভাইকে বিজেপিতে যোগদান করিয়ে দেওয়া হল। তার মানে বাড়িতে আরো উপসর্গহীন রোগী রয়েছে! অভিষেকের কথায়, পদ্মফুল শুকিয়ে যায় কিন্তু ঘাসফুল কাটলে আরো বাড়ে। একি সঙ্গে তিনি আরো বলেন, সব বেইমান আর ডাকাত বিজেপিতে ঢুকে গেছে। তবে যেই হোক কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বহিরাগত ইস্যু নিয়ে এদিন ফের বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। বলেন, বহিরাগতরা এসে বাংলার কৃষ্টি নষ্টের চেষ্টা করছে।আত্মবিশ্বাসী হয়ে অভিষেক বলেন, হাতে আর পাঁচ মাস হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে। মে মাসে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়ে ফলাফল ঘোষণা হবে, তারপর বিজেপি বিদায় হবে বাংলা থেকে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে অভিষেক ফের একবার নাম করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন এরা সবাই গুন্ডা। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে বহিরাগত বলে তোপ দেখেছেন।একইসঙ্গে পাকিস্তান এবং চিনের ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন তিনি। অভিষেকের কথায়, সকলেই চায় পাকিস্তানের লাল চোখ গুড়িয়ে দেওয়া হোক, একইসঙ্গে যে দেশ ভারতের জমি দখল করতে চাইবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সকলে।