হামলা, গ্রেফতার! প্রতিবাদ আরও তীব্রতর করে আগরতলায় অভিষেক

হামলা, গ্রেফতার! প্রতিবাদ আরও তীব্রতর করে আগরতলায় অভিষেক

আগরতলা: ছাত্র নেতাদের গ্রেফতারির প্রতিবাদে ত্রিপুরায় পৌঁছালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবিবার বেলা ১১টা নাগাদ আগরতলায় পৌঁছান তৃণমূলের যুবরাজ৷ ইতিমধ্যে সেখান থেকে তিনি খোয়াই থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ সেখানে আগে থেকেই ছাত্র নেতাদের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসুরা৷

শনিবারই অভিষেক জানিয়েছিলেন, এই অত্যাচারের শেষ দেখে ছাড়বেন৷ স্বভাবতই, অভিষেকের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আরও উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি৷ কারণ, সম্প্রতি তাঁর কনভয়ে হামলা চালিয়েছিল গেরুয়া শিবির৷ তারই জেরে ক্রমেই তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার রাজনৈতিক জমি৷ এহেন পরিস্থিতিতে পুলিশও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে, যাতে নতুন করে কোনও হামলার ঘটনা না ঘটে৷

সূত্রের খবর, ধৃত ১১জন তৃণমূল নেতাদের মধ্যে এরাজ্যে দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্তর পাশাপাশি ত্রিপুরার ছাত্র নেতা সুদীপ রাহা যেমন রয়েছেন তেমনই গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ত্রিপুরার রাজ্য সভাপতি আশিসলাল সিংহকে৷ ইতিমধ্যে মামলাটি উঠছে আদালতে৷ সেখানে আইনি লড়াইয়ের জন্য হাজির হয়েছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা৷

ত্রিপুরায় ছাত্র নেতাদের ওপর হামলার ঘটনায় শনিবার রাতেই টুইট করে অভিষেক জানিয়েছিলেন, “আজ বিজেপির গুন্ডাদের হাতে যে তৃণমূল কর্মীরা নৃশংস ভাবে আক্রান্ত হলেন তাঁদের পাশে দাঁড়াতে আগামীকাল আমি ত্রিপুরা আসছি। আমি প্রতিজ্ঞা করছি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়ে যাব।” একই সঙ্গে বিপ্লব দেবের নাম টুইটে উল্লেখ করে খোলা চ্যালেঞ্জ জানিয়ে লিখেছেন “যদি পারেন তো আমায় থামিয়ে দেখান।” স্বভাবতই অভিষেকের আগমণকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নজরে রাখছে সব মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =