মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

কলকাতা:  মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিকেল সাড়ে চারটে নাগাদ ভোট কেন্দ্রের সামনে এসে পৌঁছয় তাঁর গাড়ি৷ সাধারণত প্রতিবার বিকেল ৪টের পর ভোট দিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তবে আজ খনিক আগেই পৌঁছন তিনি৷ দুপুর ৩টে ১২ মিনিট নাগাদ মিত্র ইনস্টিটিইশনে পৌঁছন এবং ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ৫ মাস আগে এসেছিলেন হুইল চেয়ারে, আজ পায়ে হেঁটে ভোট দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুরো পরিবারই মিত্র ইনস্টিটিউটে ভোট দেন৷ একে একে সকলেই এসে ভোট দিয়েছেন৷ ভবানীপুরে সকাল থেকে ভোটের হার অনেকটাই কম ছিল৷ কিন্তু বেলা যত গড়িয়েছে ভোটের হার বেড়েছে৷ দলে দলে লোকে ভোট দিতে আসছেন৷ ২০১১ সালে উপনির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ৪৪ শতাংশ৷ আজ সকাল থেকে পরিস্থিতি যেমন ছিল, তাতে ২০১১-র আশঙ্কা তৈরি হয়েছিল৷ তবে বেলা বাড়তে  ভোটের হারও বৃদ্ধি পেয়েছে৷ ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করা হচ্ছে৷ ২০২১-এ ভবানীপুরে ৬১ শতাংশ ভোট পড়েছিল৷ এই কেন্দ্র থেকে ২৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =