পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার হুঁঙ্কার! কারা পাবেন গুরুত্ব? স্পষ্ট বার্তা অভিষেকের

পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করার হুঁঙ্কার! কারা পাবেন গুরুত্ব? স্পষ্ট বার্তা অভিষেকের

007dd594b30d9fb3c8ed277f371f34b9

কলকাতা:  নেতাজি ইন্ডোরে বুথকর্মীদের নিয়ে তৃণমূলের বিশেষ সম্মেলন থেকে পঞ্চায়েত নির্বাচনে বাংলাকে বিরোধীশূন্য করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্পষ্ট বার্তা,  জোর করে জেতা নয়, গণতান্ত্রিক পথেই জয় চাই। পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনেও এই পথে হাঁটতে হবে বলে সাফ নির্দেশ তাঁর।

আরও পড়ুন-  ‘বীরের সম্মান দিয়ে ওঁকে জেল থেকে বের করে আনবেন’, অনুব্রত প্রসঙ্গে মমতা

বৃহস্পতিবার অভিষেক বলেন, ‘‘গণতান্ত্রিক ভাবে বাংলাকে বিরোধীশূন্য করে তুলতে হবে। ২০২৩ সালের পঞ্চায়েত ও ২০২৪ সালের লোকসভা ভোটে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সেই কাজটা করতে হবে। নেত্রী আগেই সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার বার্তা দিয়েছেন৷ সেই পথে চলেই আমাদের বিজেপিকে জবাব দিতে হবে।’’

প্রসঙ্গত, ২০১৮ সালে তৃণমূলের দাপটে পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেননি বলে অভিযোগ উঠেছিল৷ এ বার যাতে তেমন অভিযোগ না ওঠে সে দিকে খেয়াল রাখতে হবে বলে সতর্ক করে দেন অভিষেক। তাঁর কথায়, ‘‘তৃণমূলকে যত আঘাত করা হবে, ততই শক্তিশালী হবে। মমতা বন্দ্যোরপাধ্যায় যেকথা বলবেন, তা বুথে গিয়ে বাস্তবায়িত করুন।’’ বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন,‘‘২০২১ সালে বিধানসভায় হেরে চার জন মন্ত্রীকে গ্রেফতার করেছে। পঞ্চায়েত ও লোকসভা ভোটে এর জবাব দিতে হবে। চোখে চোখ রেখে লড়াই করতে হবে৷ ভারতে ১ হাজার ৭০০টি রাজনৈতিক দল আছে৷ কিন্তু একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে।’’

এদিন দলের নীতিও স্পষ্ট করে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তিনি বলেন, ‘‘এই দলে কোনও লবি নেই। একটাই লবি। মমতার লবি। যিনি বুক চিতিয়ে লড়াই করবেন, বলবেন মমতা জিন্দাবাদ, তাঁকে দল সম্মান দেবে।’’ অভিষেকের কথায় দলনেত্রীই সর্বেসর্বা৷ তবে অনেকেই অভিষেককে তৃণমূলের দু’নম্বর বলে উল্লেখ করে থাকেন। সে প্রসঙ্গে অভিষেক সাফ জানান, ‘‘তৃণমূলে দুই বা তিন নম্বর বলে কিছু নেই। আমি আপনি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।’’