Aajbikel

আমেরিকায় চিকিৎসকের চেম্বারে অভিষেক, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

 | 
অভিষেক

কলকাতা: চোখের চিকিৎসা করাতে নিউ ইয়র্কে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধিরা। অনেকেই সন্দেহ প্রকাশ করে বলেছেন, আদৌ চিকিৎসা করাতে গিয়েছেন তো? এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চিকিৎসকের সঙ্গে অভিষেকের ছবি।


২০১৬ সালে সিঙ্গুরের কাছে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বেপরোয়া ট্রাকের ধাক্কায় উলটে যায় তাঁর গাড়ি৷ তাতে তাঁর চোখের মণি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে কলকাতাতেই চিকিৎসা শুরু হয় তাঁর৷ পরে তিনি বিদেশে চিকিৎসার জন্য পাড়ি দেন৷  একাধিকবার চোখে অস্ত্রোপচারও হয়। কলকাতার পর বিদেশেও একদফা অস্ত্রোপচার হয়েছে তাঁর৷ তবে এখনও সম্পূর্ণ সুস্থ নন অভিষেক। এমতাবস্থায় সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের সম্মতি নিয়ে চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যা য় ফের বিদেশ গিয়েছেন। কিন্তু তাঁর বিদেশ যাত্রা নিয়ে বারবার আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। অভিষেকও বিভিন্ন ছবি পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন, তিনি নিউ ইয়র্কে রয়েছেন। রাস্তার পর এবার একেবারে চিকিৎসকের সঙ্গে ছবি দিলেন তিনি৷ 

আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে অভিষেকের চোখের পরীক্ষা হয়েছে। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। পরিস্থিতি এখনকার মতো সন্তোষজনক বলেই জানা গিয়েছে। ছ’মাস পরে ফের চোখ পরীক্ষা করানোর জন্য আমেরিকায় যেতে হবে। অগাস্টের মাঝামাঝি অভিষেক কলকাতায় ফিরবেন বলে তৃণমূল সূত্রের খবর।

এদিন যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, ছাই রঙের শার্ট ও নীল জিন্স পরে রয়েছেন অভিষেক৷ পায়ে সাদা জুতো। তিনি বসে রয়েছেন চিকিৎসকের পাশে৷ তাঁর হাতে একটি কাগজ। ছবি দেখে মনে হচ্ছে, ওই কাগজ দেখিয়েই অভিষেককে কিছু বুঝিয়ে দিচ্ছেন চিকিৎসক। 

Around The Web

Trending News

You May like