‘ডায়মন্ডহারবার মডেল’ নিয়ে উচ্ছ্বসিত অভিষেক, তথ্য দিয়ে জানালেন কৃতজ্ঞতা

‘ডায়মন্ডহারবার মডেল’ নিয়ে উচ্ছ্বসিত অভিষেক, তথ্য দিয়ে জানালেন কৃতজ্ঞতা

কলকাতা: করোনা মোকাবিলায় ‘ডায়মন্ডহারবার মডেল’-এর সাফল্য তুলে ধরে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন। সেখানে নিজের লোকসভা কেন্দ্রের সংক্রমণের হার সম্পর্কিত পরিসংখ্যান তুলে ধরে ডায়মন্ড হারবারের সাংসদ। কোভিড পরিস্থিতিতে সব স্বাস্থ্য কর্মী, যে সমস্ত মানুষ সামনে থেকে লড়াই করেছেন এবং জেলা প্রশাসনের প্রত্যেককে অভিবাদন জানিয়েছেন তিনি। করোনা যোদ্ধাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়ে ডায়মন্ডহারবারবাসীকে ধন্যবাদ দেন।

আজ এই পোস্ট করে তিনি পরিসংখ্যান তুলে ধরেন গত ২৪ ঘণ্টার ডায়মন্ডহারবারের কোভিড পরিস্থিতির। তিনি জানান, ১৮ তারিখ সেখানে ১৫ হাজার ৭০৩ করোনা পরীক্ষা হয়েছে। তাতে পজিটিভ হয়েছে ১৭১ জন এবং জেলায় পজিটিভিটি রেট ১.০৯ শতাংশ। গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৩০ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ২০৫ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৭৬১ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে আপাতত দাঁড়িয়েছে ১৯ লক্ষ ১৭ হাজার ৫১৪ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ১৫৫ জনের। প্রসঙ্গত, অভিষেকের এই ‘ডায়মন্ডহারবার মডেল’ নিয়েই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। একদিকে তাঁর দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রশ্ন তোলেন এবং তা নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৃণমূলের অন্দরে। অন্যদিকে, বিরোধীরা এই তথ্যের সত্যতা নিয়েই ভ্রু কুঁচকেছেন।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেকের এই  ‘ডায়মন্ডহারবার মডেল’কে পুরোপুরি নস্যাৎ করে জানিয়েছিলেন যে, তাঁকেও যদি টেস্ট কিট দেওয়া হত, তিনি তাঁর সংসদীয় এলাকায় ৫০ হাজারের ওপর টেস্ট করাতে পারতেন। এছাড়াও অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর থেকে তৃণমূলের অন্দরে কী কী চলছে তা আলাদা করে বলতে হবে না। এর পাশাপাশি সিপিএম সহ অন্য বিরোধীরাও এই জেলার কোভিড তথ্য মানতে চাননি। দাবি করা হয়েছে, এককভাবে ডায়মন্ডহারবারের তথ্য দেখলে স্পষ্ট হয়ে যাবে যে গোটা রাজ্যের কোভিড পরিসংখ্যান কোথাও যেন মিলছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =