কলকাতা: গোলপার্ক থেকে হাজরা, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে তৃণমূল যুব কংগ্রেসের পদযাত্রায় এক প্রকার শক্তি প্রদর্শন করলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও বিজেপিকে বিঁধতে ছাড়লেন না তিনি৷ এদিন গুজরাতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি প্রসঙ্গ টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করেন, ৩ হাজার কোটি টাকা দিয়ে গুজরাটের মূর্তি বানানো হয়, কিন্তু বাংলায় স্বামীজি কিংবা নেতাজির মূর্তি বানানো হয় না কেন? তবে অভিষেকের এই মন্তব্য উঠছে প্রশ্ন৷ তাহলে তৃণমূল চাইছে দক্ষিণ ভারতের মতো বাংলায় মূর্তির রাজনীতি হোক? কারণ, দক্ষিণের রাজনীতিতে কোটি-কোটির মূর্তি নির্মাণ নিয়ে কম বিতর্ক হয়নি৷ প্যাটেলের মূর্তি নিয়েও কম বিতর্ক হয়নি৷ তাহলে কী তেমনটাই চাইছে রাজ্যের শাসকদল?
এদিন অভিষেক বলেন, বিজেপি শুধু মুখেই বিবেকানন্দের কথা বলে, কর্মে তারা অন্য। এপ্রসঙ্গে বিজেপির উদ্দেশে অভিষেক বলেন, ওদের মুখে জয় শ্রীরাম, কিন্তু কর্মে ওরা নাথুরাম৷ গেরুয়া শিবির বাংলার মণীষিদের অপমান করছে বলে এদিন সরাসরি অভিযোগ করেন অভিষেক। তাঁর কথায়, বাংলার মণীষিদের সামনে রেখে রাজনীতি করছে বিজেপি। ভোট পাওয়ার জন্য এই পথে হাঁটছে বিজেপি। গেরুয়া শিবির বাংলার মণীষিদের অপমান করছে বলে এদিন সরাসরি অভিযোগ করেন অভিষেক। তাঁর কথায়, বাংলার মণীষিদের সামনে রেখে রাজনীতি করছে বিজেপি। ভোট পাওয়ার জন্য এই পথে হাঁটছে বিজেপি। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নাম করে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতে এসে যে স্বামী বিবেকানন্দের নাম ঠিকঠাক উচ্চারণ করতে পারেন না, তাঁর মন্তব্য শুনে পাশে বসে হাততালি দেন প্রধানমন্ত্রী। বাংলার বিজেপির কোন নেতারাই সেই বিষয়ে প্রতিবাদ করেন না, এদিকে মোদীর জয়জয়কার করেন।