Aajbikel

নৈহাটি যাচ্ছেন অভিষেক, বড়মার কাছে পুজো দেবেন সাংসদ

 | 
অভিষেক

কলকাতা: নৈহাটি রেল স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটনে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই সময়ে তিনি বিশেষ কারণে যেতে পারেননি। কিন্তু কালীপূজোর দুদিন পর বড়মার কাছে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, আগামীকাল নৈহাটি যাবেন অভিষেক। সেখানে পুজো দেওয়ার কথা তাঁর।

সূত্রের খবর, নবনির্মিত বড়মার মন্দির সংলগ্ন ১০০ বছর পুরনো ২২ ফুট উচ্চতার বড়মার মণ্ডপে পুজো দেওয়ার কথা তাঁর। এছাড়া মন্দিরে প্রতিষ্ঠিত কষ্টিপাথরের বড়মার মূর্তিতেও পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। তাঁর আসার কথা রয়েছে তাই পুলিশ প্রশাসন এবং মন্দির কমিটির তরফে নিরাপত্তার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। কারণ কালীপুজোর আবহে বড়মার কাছে এমনিতেই ভক্তদের ঢল নামে। এই ক'দিন যে ভিড় থাকবেই তা বলাই বাহুল্য। তাই মঙ্গলবার নৈহাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে যে হইচই শুরু হবে তা জানা কথা।  

Around The Web

Trending News

You May like