ফের বিদেশ যেতে চান অভিষেক, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ

ফের বিদেশ যেতে চান অভিষেক, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ

456eaf08a560d0063ba1692244c9e2da

কলকাতা: চোখের চিকিৎসার জন্য ফের একবার বিদেশ যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আবার একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। অভিষেক জানিয়েছেন, ইডিকে তাঁর বিদেশ সফরের বিশদ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও রকম উত্তর আসেনি। তাই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিদেশ সফরের অনুমতি চেয়েছেন। অভিষেক আদালতে জানিয়েছেন, আগামী ৮ আগস্ট তাঁর চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। 

অগাস্ট মাসে ২৪ দিন আমেরিকা থাকতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোটাই চোখের চিকিৎসার কারণে। তাই কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছেন অভিষেক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে আজই এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টের অনুমতি চেয়ে হলফনামা জমা দেওয়ার পাশাপাশি কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টের নজরেও বিদেশ যাওয়ার বিষয়টি উত্থাপন করেছেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। এবার দেখা যাক, আদালত থেকে তাঁকে অনুমতি দেওয়া হয় কিনা। 

ইডি সূত্রে জানা গিয়েছে, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আমেরিকায় চোখের চিকিৎসা করানোর পর মার্চ মাসে আবার একই চিকিৎসকের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। কিন্তু কিছু সমস্যার জন্য সেই সময় তিনি বিদেশে যেতে পারেননি। তাই মেলের মাধ্যমে পরে নতুন সময় চেয়ে নিয়েছেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *