সুকন্যার ইস্যুতে অমিত শাহকে নিশানা অভিষেকের, তুললেন জয়ের গ্রেফতারির দাবি

সুকন্যার ইস্যুতে অমিত শাহকে নিশানা অভিষেকের, তুললেন জয়ের গ্রেফতারির দাবি

কলকাতা: গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকেও গ্রেফতার করা হয়েছে। আপাতত তিনি তিহাড় জেলে বন্দি। এবার সেই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অভিষেক কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহের গ্রেফতারির দাবিও তুলেছেন। ঠিক কী বলেছেন তিনি? 

এদিন মুরারই চাতরা হাই স্কুল কলোনি খেলার মাঠে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই অমিত শাহকে নিশানা করেন তিনি। ঘটনাচক্রে তখন কলকাতাতেই আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিষেক অনুব্রত মণ্ডলের কন্যার ইস্যুতে কথা বলতে গিয়ে বলেন, অনুব্রত মণ্ডলের মেয়ের ১৫০ গুণ সম্পত্তি বেড়েছে বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাহলে একই ইস্যুতে অমিত শাহের ছেলেকে গ্রেফতার করা হবে না কেন? প্রশ্ন অভিষেকের। তাঁর দাবি, জয় শাহের ৮০ হাজার শতাংশ সম্পত্তি বেড়েছে, কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই। যদিও এই মন্তব্য করে অভিষেক এটাও স্পষ্ট করেন যে তিনি কাউকে ‘সমর্থন’ করছেন না। তদন্ত তদন্তের পথেই চলবে।