Aajbikel

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন, ২১-র মঞ্চে বড় নিদান অভিষেকের

 | 
অভিষেক

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে চরম শ্লেষ উগড়ে দিয়ে আজ বড় নিদান দিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের বিভিন্ন স্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার নিদান দিলেন। অভিষেক জানালেন, আগামী ৫ আগস্ট রাজ্যের বিভিন্ন স্তরের নেতাদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল কর্মী সমর্থকরা। তবে পুরোটাই শান্তিপূর্ণভাবে করতে হবে। কোনও রকম প্ররোচনায় পা দেওয়া যাবে না। বাড়িতে কোনও বয়স্ক ব্যক্তি থাকলে অবশ্যই তাঁকে ছেড়ে দিতে হবে। একই সঙ্গে দিল্লি চলার ডাক দেন তিনি৷

পঞ্চায়েত নির্বাচনের বিপুল জয় নিয়ে কথা বলতে গিয়েও বিজেপিকে একহাত নেন তিনি। অভিষেক বলেন, বিধানসভা ভোটে বিজেপি’র সঙ্গে ১০ শতাংশের ব্যবধান ছিল তৃণমূলের৷ আমি বলেছিলাম এই ব্যবধান পঞ্চায়েতে ১৫ শতাংশের বেশি হবে৷ কিন্তু আমি ভুল ছিলাম৷ ব্যবধান ১০ বা ১৫ শতাংশের নয়, ব্যবধান ৩০ শতাংশের হয়েছে৷ তৃণমূল এককভাবে ৫২ শতাংশ ভোট পেয়েছে৷ ইডি – সিবিআই সংবাদমাধ্যমকে নিয়ে বিজেপি ২২ শতাংশ ভোট পেয়েছে৷ তিনি বলেন, আগামীর লড়াই ২০২৪-এর৷ তাই চিরিদিকে একটাই কথা, ‘আগামী ২৪-এ জিতছে কে? ইন্ডিয়া আবার কে?’ 

Around The Web

Trending News

You May like