abhisekh banerjee
কলকাতা: ইডি দফতর থেকে সওয়া ৯ ঘণ্টা পর বেরিয়ে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, বিজেপিতে যারা আছে তাদের কোনও ইস্যুতে ডাকা হচ্ছে না। যাদের ক্যামেরার সামনে ঘুষ নিতে দেখা গিয়েছে তাদের তলব করা হয়নি এখনও। শুধুমাত্র বিজেপিতে আছে বলেই এই ঘটনা। এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, যাদের দেখা গিয়েছে তাদের ডাকা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক।
অভিষেক এদিন বলেন, বছরের পর বছর ধরে একাধিক মামলার তদন্ত চলছে, কিন্তু কোনও সুরাহা নেই। ৯ বছর ধরে সুদীপ্ত সেন জেলে, কিন্তু এখনও কটা লোক সারদার টাকা পেয়েছে কেউ জানে না। ১ বছর প্রায় পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি, কোনও সুরাহা হয়নি। এদিকে বিজেপি যারা যাচ্ছে তাদের ডাকা হচ্ছে না। আইন যদি সবার জন্য এক হয় তাহলে তারা কেন পার পাচ্ছে, প্রশ্ন তাঁর। এক্ষেত্রে অবশ্যে কেন্দ্রীয় গোয়েন্দাদের নিশানা করেননি তিনি। অভিষেকের কথায়, তারা তাঁদের কাজ করছেন। ওপর মহল থেকে যা নির্দেশ আসছে তাই পালন করতে হচ্ছে।
তবে অভিষেক একটি বিষয় স্পষ্ট করে দেন, তাঁর লুকনোর কিছু নেই। তাঁকে যা জিজ্ঞাসা করা হবে, তিনি তার উত্তর দেবেন। এই প্রেক্ষিতে তাঁর আবারও দাবি, কোনও কিছু যদি প্রমাণ করতে পারে কেউ তাহলে তিনি নিজে ফাঁসির মঞ্চে যাবেন। আজও তাঁকে যা জিজ্ঞাসা করা হয়েছে, তার তিনি খুব স্পষ্ট উত্তর দিয়েছেন। কোনও জায়গায়, কোনও দিন তাঁর বয়ানে অমিল কেউ ধরতে পারবে না। অভিষেকের বার্তা লড়াই তিনি করে যাবেন, মেরুদণ্ড বিক্রি হবে না।