Aajbikel

মেরুদণ্ড বিক্রি করিনি, করব না! সোজাসাপটা অভিষেক

 | 
অভিষেক

কলকাতা: দুর্গাপুজোর আবহে জনসংযোগ বাড়াতে আরও বেশি কসরৎ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকে দিচ্ছেন ভিন্ন ভিন্ন বার্তা। কয়েক দিন আগেই ডায়মন্ড হারবারে বিশেষ কর্মসূচি ছিল তৃণমূল নেতার। সেখান থেকে তিনি পরোক্ষে বিজেপিকে একহাত নেন। এদিনও সেই একই কাজ করলেন তিনি। পাশাপাশি বড় বার্তা দিয়ে বললেন, মেরুদণ্ড বিক্রি করেননি তিনি, করবেনও না। 

ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রকমই এক অনুষ্ঠান থেকে তাঁর বার্তা, তাঁর মেরুদণ্ড সোজা। আত্মসমর্পণ বা মেরুদণ্ড বিক্রি তিনি করেননি, করবেন না। এই প্রসঙ্গেই তিনি মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে মন্তব্য করেন, বিজেপি সরকার বহুবার চেষ্টা করেছে তাঁর মেরুদণ্ড কিনতে। কিন্তু পারেনি। কেন্দ্রীয় এজেন্সি, বিচার ব্যবস্থার একাংশকে তাঁর বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তাতেও ফল হয়নি। এই প্রেক্ষিতেই আবার বিজেপিকে 'বহিরাগত' বলে তোপ দাগেন অভিষেক। অনুষ্ঠানে আগত মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেন, আপনারা কি চান তৃণমূল গিয়ে বহিরাগত নেতাদের পায়ে পড়ুক? তাঁর স্পষ্ট দাবি, ইডি, সিবিআই লাগিয়ে তৃণমূলকে আটকানো যায়নি, যাবেও না। 

এর আগে পুজো জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার টাকা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, রাজভবনের সামনে ৫ দিন ধর্না করা ট্রেলার ছিল, সিনেমা ৩১ অক্টোবরের পর দিন থেকে দেখানো হবে। মানুষের আন্দোলনও তীব্রতর হবে। লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন।  

Around The Web

Trending News

You May like