ঠাকুরনগর: আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ওপর নজর রয়েছে বিজেপির, একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের। নাগরিকত্ব আইন এবং মতুয়াদের নাগরিকত্বের ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। কিছুদিন আগে ঠাকুরনগরে এসে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সেখানে জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাগরিকত্ব ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন তিনি। মতুয়াদের নাগরিকত্ব ইস্যু নিয়ে বক্তব্য রাখলেন অভিষেক।
এদিন তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে সভা করতে এসে বলেছেন ভ্যাকসিন কর্মসূচি সম্পন্ন হওয়ার পর মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। অভিষেকের কথায়, গোটা দেশের ভ্যাকসিন কর্মসূচি সম্পন্ন হতে ৮-১০ বছর সময় লাগবে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী স্রেফ ভাঁওতাবাজি করেছেন। এই প্রসঙ্গে অভিষেক মন্তব্য করেন, বিজেপির নতুন করে কি নাগরিকত্ব দেবে, যাদের এই দেশের ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে তারা প্রত্যেকে নাগরিক। মতুয়াদের নাগরিকত্ব প্রসঙ্গেও এদিন অভিষেক কেন্দ্রীয় সরকারকে এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, যদি মতুয়ারা অবৈধ হয়, তাহলে নরেন্দ্র মোদীও অবৈধ, অমিত শাহ অবৈধ, রাজনাথ সিংহ অবৈধ! একইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৫০-এর বেশি আসন নিয়ে জিতবে বলে এদিন ফের দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে উঠে এসেছে বহিরাগত প্রসঙ্গও। তিনি বলেন, ‘আমি বহিরাগত নই। আমি কলকাতার। আমি তো ঘরের লোক’।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কয়লা পাচার সংক্রান্ত মামলায় এই জিজ্ঞাসাবাদ হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের পর এদিন প্রথম প্রকাশ্য জনসভায় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে কিছুদিন আগেই তাঁর করা মামলার জেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে শমন জারি হয়েছিল।