প্রার্থী তালিকায় সবুজ সঙ্কেত, মনোনয়নে গতি বাড়াতে বলছেন অভিষেক

প্রার্থী তালিকায় সবুজ সঙ্কেত, মনোনয়নে গতি বাড়াতে বলছেন অভিষেক

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, শুরু হয়েছে মনোনয়ন পর্বও। কিন্তু আপাতত এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পঞ্চায়েত ভোট মনোনয়নের দিন সংখ্যা বাড়তে পারে এবং ভোট পিছতেও পারে। এই আবহে মনোনয়ন প্রক্রিয়ায় গতি আনতে উদ্যোগী হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে দিয়েছেন তিনি। 

জানা গিয়েছে, রবিবার রাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি মনোনয়নে জোর দিতে নির্দেশ দিয়েছেন। সময়ের মধ্যেই যাতে সব কাজ শেষ হয় সেটাই মূল লক্ষ্য। এদিকে কলকাতা হাইকোর্ট যদি মনোনয়ন জমা দেওয়ার দিন বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় তাতে যে অন্য দল ছাড়াও তৃণমূলের সুবিধা হবে তা বলাই বাহুল্য। কলকাতা হাইকোর্ট আজই এই বিষয় নিয়ে চূড়ান্ত নির্দেশ দিতে পারে বলে জানা গিয়েছে।