কলকাতা: তলব করে হাজিরা দেওয়ার জন্য ২৪ ঘণ্টাও সময় দেওয়া হয়নি তাঁকে। কিন্তু সিবিআই তলব এড়ালেন না তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নির্ধারিত সময়ই কলকাতায় নিজাম প্যালেসে পৌঁছে গেলেন তিনি। নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেকের তরফ থেকে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানান হলেও কোনও লাভ হয়নি। অবশেষে আজ সিবিআই তলবে হাজিরা দিলেন তিনি। যদিও গোটা বিষয়কে বিজেপির ষড়যন্ত্র বলেই দাবি করেছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, তাঁর নবজোয়ার যাত্রা আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পিতৃত্বের পরিচয় স্বীকার করতে ২ লাখ টাকা দাবি! গৃহবধূকে আজব শর্ত স্বামীর” width=”853″>
এদিকে অভিষেক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ যদি মেলে তাহলে তিনিই সেই বিচারপতিকে বলবেন তাঁকে ফাঁসির আদেশ দিতে। তৃণমূল নেতার স্পষ্ট কথা, ‘তৃণমূলের নবজোয়ার যাত্রা’কে থমকে দিতেই এই নোটিস পাঠানো হয়েছে। এর আগে কয়লা, গরুপাচার, সারদা কোনও মামলাতেই তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। তাঁকে আটকাতে তাঁর স্ত্রী এমনকি আপ্ত সহায়ককেও ছাড়া হয়নি। এবারও সেই একই জিনিস করা হচ্ছে।