টাকা নেওয়ার পরও বাতিল, ভয় কীসের? ট্রেন ইস্যুতে ক্ষুব্ধ অভিষেক

টাকা নেওয়ার পরও বাতিল, ভয় কীসের? ট্রেন ইস্যুতে ক্ষুব্ধ অভিষেক

03a66ee6a9933878105139958a6ab826

কলকাতা: তৃণমূলের দিল্লি যাত্রার জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল তা শেষ মুহূর্তে বাতিল করেছে রেল। তবে ট্রেন না পেয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা আগেই করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ধর্মতলা থেকে বাস ছাড়বে দিল্লির জন্য। কিন্তু শেষ মুহূর্তে কেন ট্রেন বাতিল হল, এই প্রশ্ন তুলেই রেলকে বিঁধলেন তৃণমূল নেতা। একহাত নিয়ে বিজেপি সরকারকেও। 

শুক্রবার রাতে নেতাজি ইন্ডোরে আসা দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বলা হচ্ছে তৃণমূল ট্রেন বুকিং করেনি। যদি বুকিং না করা হয় তাহলে আগাম টাকা নেওয়া হল কী ভাবে, প্রশ্ন তাঁর। অভিষেক জানান, সেপ্টেম্বর মাসে তারা দিল্লি যাওয়ার জন্য আবেদন করেছিলেন রেলের কাছে। তার জন্য আগাম টাকাও দেওয়া হয়েছিল। এখন শেষ মুহূর্তে জানানো হচ্ছে যে ট্রেন বাতিল। এত ভয় কীসের? একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, দিল্লি গিয়ে যে আন্দোলন করার কথা তা করা হবেই। উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা চলেও এসেছেন কলকাতায়। তাঁদের নিয়ে শনিবার সকালে দিল্লির উদ্দেশে বাস ছাড়বে।

আসলে ট্রেন ভাড়া নেওয়ার যে দুটি পদ্ধতি ছিল তার মধ্যে একটি অবলম্বন করে তৃণমূল আইআরসিটিসি মারফত বুকিং করেছিল। ভাড়া নিয়েও কোনও সমস্যা ছিল বলে জানা যায়নি। তাই প্যান্ট্রি-সহ ২২টি স্লিপার বগির ট্রেন ট্রেন পাওয়া যাবে এবং সঠিক সময়ে হাওড়া থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া যাবে বলে নিশ্চিত ছিল ঘাসফুল। কিন্তু শেষ মুহূর্তে রেল অনুমোদন দেয়নি সেই বিশেষ ট্রেনের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *