‘#ModiBabuPetrolBekabu’, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মোদীকে একহাত অভিষেকের

‘#ModiBabuPetrolBekabu’, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মোদীকে একহাত অভিষেকের

62789a6cce7e07d4ecb75584cff75bb6

কলকাতা: হু হু করে দাম বেড়েছে জ্বালানির। বিগত কয়েক মাস ধরেই জ্বালানির দাম নিয়ে রীতিমত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এদিকে রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় পেট্রোল হয়ে গিয়েছে ১০০ টাকা! এই ইস্যুতে কেন্দ্রের সরকার এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে #ModiBabuPetrolBekabu লিখে সুর চড়ালেন তিনি। মনে করিয়ে দিলেন, আগের থেকে পরিস্থিতির কোনও পার্থক্য হয়নি। এখনও অন্যকে দোষারোপ করার খেলা চলছে। 

এদিন অভিষেক টুইটে বলেন, পেট্রপণ্যের দামের রেকর্ড বৃদ্ধি হচ্ছে, আসলে আমজনতার দৈনিক জীবনযাপন আরও কঠিন করে তোলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে বিজেপি। ২০২০ সাল থেকে আদতে কিছুই বদলায়নি। দেশবাসীর চাহিদার দিকে নজর না দিয়ে দোষারোপের রাজনীতি চলে যাচ্ছে। এই মন্তব্য করেই #ModiBabuPetrolBekabu লেখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এদিকে এই একই হ্যাশট্যাগ ব্যবহার করে কেন্দ্রকে আক্রমণ শানানো হয়েছে তৃণমূলের তরফেও। তাদের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, পকেট ফাঁকা কিন্তু সমস্যা অনেক! দেশজুড়ে লাফিয়ে বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম। এদিকে বিজেপি সরকার গরিবের সরকার হওয়ার মিথ্যে দাবি করে আসছে। একই সঙ্গে ‘পিএম কেয়ারস’ ফান্ডকে কটাক্ষ করে লেখা হয়, এটাই আদর্শ সময় যখন প্রধানমন্ত্রী সত্যিকারের নজর দেবেন দেশবাসীর দিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *