Aajbikel

একা অভিষেক নন, বাবা-মাকেও ইডির তলব! কী জানতে চায় তারা

 | 
অভিষেক

কলকাতা: আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা আদায়ে দিল্লিতে মোদীর দুয়ারে আন্দোলন করবে তৃণমূল৷ সেই সময় দিল্লিতে থাকার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে ঠিক সেদিনই ফের ইডি তলব করেছে তাঁকে। এই নিয়ে তো চর্চা চলছেই কারণ লাগাতার চারবার তাঁকে তলব করল ইডি। কিন্তু এবারের তলব বিরাট কৌতূহল সৃষ্টি করেছে কারণ সূত্রের খবর, তাঁর বাবা এবং মাকেও তলব করা হয়েছে। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলে তাঁদের নোটিশ পাঠিয়েছে ইডি।

শেষবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ফলে তিনি শেষ পর্যন্ত সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি কারণ তলবে সাড়া দিয়েছিলেন। সেদিনই অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে অভিষেকের দাবি ছিল, আগের জিজ্ঞাসাবাদের নিটফল শূন্য হলে এবার মাইনাস দুই। তখনও কেউ ভাবতে পারেনি যে অল্প দিনের ব্যবধানে আবার তাঁকে তলব করবে ইডি, সঙ্গে ডাকা হবে তাঁর বাবা-মাকে। কিন্তু এমনটাই হয়েছে বলে জানা গিয়েছে। ইডির সমন পাঠানোর কথা নিজেই এক্স (টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

কিন্তু তাঁর বাবা-মা'কে কেন তলব করা হল? আসলে ইডি জেনেছে বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর পদে রয়েছেন তাঁরা। আর কলকাতা হাইকোর্ট সম্প্রতি এই সংক্রান্ত মামলায় কোম্পানির বর্তমান ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ না করা নিয়ে ইডিকে 'ধমক' দিয়েছে। সকলের অনুমান, আদালতের এই পর্যবেক্ষণের জেরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা ও মা-কে ইডি তলব করেছে।   

Around The Web

Trending News

You May like