নিয়োগ দুর্নীতিতে সরাসরি নাম জড়াল অভিষেকের! ইডির চার্জশিটে তাঁর উল্লেখ

নিয়োগ দুর্নীতিতে সরাসরি নাম জড়াল অভিষেকের! ইডির চার্জশিটে তাঁর উল্লেখ

কলকাতা: নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি কিছুতেই কমছে না। এবার এতে সরাসরি নাম জড়াল দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ইস্যুতে গ্রেফতার ‘কালীঘাটের কাকু’ তথা সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে রয়েছে তাঁর নাম। এমনকি সুজয়ের সংস্থা থেকে অভিষেকের সংস্থায় টাকা গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে। সূত্রের খবর, ১২৬ পাতার মূল চার্জশিটের ৭৫ নম্বর পাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ আছে। 

শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের বিষয়টি প্রকাশ্যের আসতেই একেবারে ধামাকা। এমনিতেই এই সুজয়কৃষ্ণকে নিয়ে অভিযোগের কোনও শেষ নেই। চার্জশিটে ইডির দাবি, সুজয়কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যকে একাধিকবার কোন প্রার্থীদের নিয়োগ করতে হবে তার তালিকা পাঠিয়েছিলেন। আবার অভিষেকের সংস্থাতেও তিনি টাকা সরবরাহ করতেন। ইডি জানিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্র তৎকালীন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার দফতরের পদস্থ কর্মী ছিলেন, তাঁর আর্থিক ব্যাপার দেখভাল করতেন। এই সূত্র থেকেই প্রথমবার অভিষেকের দিকে নজর যায় ইডির। যদিও আপাতত তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না বলেই অনুমান। কারণ গোটা বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ। 

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি লুক আউট সার্কুলার প্রত্যাহার করতে ইডিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে দুবাই গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে চোখের চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার কথা তাঁর। এর মাঝেই এখন নিয়োগ দুর্নীতি কাণ্ডের এই মোড়। তিনি কলকাতায় আসার পর কি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে ইডি, এখন সেটাই প্রশ্ন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *