Aajbikel

সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিবিআইকেও জানিয়েছেন সে কথা

 | 
অভিষেক

কলকাতা: শনিবার সিবিআই তলবে নির্ধারিত সময়ই কলকাতায় নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যে সুপ্রিম কোর্টেও যাচ্ছেন তাও জানিয়েছেন তৃণমূল নেতা। এই বিষয়ে তিনি সিবিআইকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি, সিবিআইকে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টই। তাই সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেকের তরফ থেকে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন জানান হলেও কোনও লাভ হয়নি। অবশেষে আজ সিবিআই তলবে হাজিরা দিলেন তিনি। তবে অভিষেক যে সুপ্রিম কোর্টে যেতে পারেন তার আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল। এবার সেটাই তিনি খোদ স্পষ্ট করলেন। 

এমনিতেই এই ইস্যুতে তাঁর দাবি, ‘তৃণমূলের নবজোয়ার যাত্রা’কে থমকে দিতেই এই নোটিস পাঠানো হয়েছে। এর আগে কয়লা, গরুপাচার, সারদা কোনও মামলাতেই তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। তাঁকে আটকাতে তাঁর স্ত্রী এমনকি আপ্ত সহায়ককেও ছাড়া হয়নি। এবারও সেই একই জিনিস করা হচ্ছে। কিন্তু এবার অভিষেকের চ্যালেঞ্জ, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ যদি মেলে তাহলে তিনিই সেই বিচারপতিকে বলবেন তাঁকে ফাঁসির আদেশ দিতে।  

Around The Web

Trending News

You May like