Aajbikel

হাইকোর্টের রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যেতে পারেন অভিষেক, নিচ্ছেন আইনি পরামর্শ

 | 
অভিষেক

কলকাতা: নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছেন। এছাড়া তাঁর নির্দেশ এসেছে, জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পূর্ববর্তী নির্দেশকেই বহাল রেখেছেন তিনি। এই ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে এমনটাই। 

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আগেই হাইকোর্টের কাছে রক্ষাকবচ চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এমন আর্জিও জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, এই মামলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। কিন্তু সেই রক্ষাকবচ মেলেনি তাঁর। উলটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের রায় বহাল রেখে তাঁকে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই প্রেক্ষিতেই জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এই মুহূর্তে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আসানসোলে আছেন তিনি।সেখান সথেকেই তাঁর আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন অভিষেক বলে খবর। 

উল্লেখ্য, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, কুন্তল ঘোষকেও ২৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। অবিলম্বে জরিমানার এই টাকা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি এই মামলার শুনানিতে আরও বলেন, সিবিআই এবং ইডি নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যাবে। আগামী ৯ জুন আদালতে তদন্তের রিপোর্ট জমা দেবে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷   

Around The Web

Trending News

You May like