abhisekh banerjee
ডায়মন্ড হারবার: লোকসভা নির্বাচনের দামামা কার্যত এখন থেকেই বেজে গিয়েছে। বিধানসভা নির্বাচনের সময়ে সকলের চোখ যেমন নন্দীগ্রামে আটকে ছিল, এবার জল্পনার কেন্দ্রবিন্দু হতে চলেছে ডায়মন্ড হারবার। সেখান থেকে সাংসদ হয়ে আছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আসন্ন নির্বাচনে তাঁর বিরুদ্ধে সেখানে কে প্রার্থী হবেন, তা নিয়ে চর্চা। আপাতত নাম উঠে এসেছে আইএসএফ-এর নওশাদ সিদ্দিকীর। এবার তাঁকেই নাম না করে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার ফলতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে জল্পনা উদ্দীপক মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, টাকা নিয়ে সেটিং করা, ধর্মে ধর্মে বিভেদ তৈরি করা একজন জনপ্রতিনিধির কাজ নয়। তাঁদের কাজ মানুষের পাশে দাঁড়ানো। অভিষেকের কথায়, তিনি শুনেছেন কেউ এই কেন্দ্র থেকে দাঁড়াতে চাইছে। তাতে তাঁর আপত্তি নেই। তিনি এও বলেন, কেউ চাইলে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে এসেও দাঁড়াতে পারেন। এইটাই গণতন্ত্র। কিন্তু তাতে কোনও লাভ হবে না। এই প্রেক্ষিতে অভিষেকের বার্তা, তিনি কোথাও কোনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবেন না। যেই এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়াক, হেরে ভোকাট্টা হবে।
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসন্ন লোকসভায় ডায়মন্ড হারবার থেকে লড়তে আশা প্রকাশ করেছেন খোদ নওশাদ সিদ্দিকী। তাঁকে সেখানে সমর্থন জানানোর ইঙ্গিত মিলেছে সবকটি বিরোধী শিবিরের তরফে। এবার দেখা যাক, আগামী বছর এই ইস্যুতে ঠিক কী খবর বেরিয়ে আসে।