সব নথি ইডির কাছে দিতে হবে! ৫ দিনের ‘ডেডলাইন’ পেলেন অভিষেক

সব নথি ইডির কাছে দিতে হবে! ৫ দিনের ‘ডেডলাইন’ পেলেন অভিষেক

abhisekh banerjee

কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে গিয়ে কোনও লাভ পেলেন না। তিনি। গতকালের পর আজকের এই মামলার শুনানিতে তাঁকে আদালত স্পষ্ট নির্দেশ দিল যে, ইডি যে যে নথি চেয়েছে তার সব তাদের কাছে জমা দিতে হবে এবং এর জন্য ৫ দিনের ‘ডেডলাইন’ দেওয়া হয়েছে তাঁকে। আদালত জানিয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে এই কাজ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোনও নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে। 

এদিনের মামলার শুনানিতে ইডির ভূমিকা নিয়ে বিরাট প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তাঁর বক্তব্য, যে সমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি পাঠাচ্ছে সেই সমন গোপন থাকছে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা টুইট করে সেটা ছড়িয়ে দিচ্ছেন। বিচারপতি এই বিষয়টি নিয়ে যথেষ্ট সংবেদনশীল। তাঁর বক্তব্য, এরকম ঘটনা ঘটলে এটা দুর্ভাগ্যজনক। মানুষের আস্থা, ভরসা থাকবে না সংস্থার ওপর। তবে তদন্ত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ইতিবাচক হবে এমন কোনও নির্দেশ দেয়নি আদালত। বরং ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথিতে ইডি সন্তুষ্ট না হলে তারা আবার তাঁকে ডেকে পাঠাতে পারবে। কিন্তু তার আগে তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা সময়ও দিতে হবে। তবে সমন পাঠাতে হলে পুজোর আগে বা পুজোর পরে পাঠাতে হবে।

সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিতে তিনি যেদিন থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমান যা যা লেনদেন হয়েছে কোম্পানির সঙ্গে, সমস্ত নথি জমা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালত মনে করছে, তদন্তকারী সংস্থা সঠিক ভাবেই তথ্যের ভিত্তিতে তদন্ত করবে। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ইডি ডেপুটি ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + one =