abhisekh
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সেই তলবে তাঁকে সাড়া দিতেই হবে বলে জানাল আদালত। আগামী সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। এর আগে ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সিজিও কমপ্লেক্সে আসতে বলেছিল ইডি। তবে ওই দিনই দিল্লিতে ছিল তৃণমূলের ‘মেগা ইভেন্ট’৷ ফলে তিনি যে ইডি-র ডাকে সড়া দেবেন না, সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত দিয়েই রেখেছিলেন অভিষেক।
এদিন মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, প্রথম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছিল তখন কি তার কাছ থেকে কোনও তথ্য নিয়েছিল ইডি? এর জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, নেওয়া হয়েছিল। শেষ বার কবে তাঁকে তলব করা হয়েছে তা জানতে চেয়ে আদালত জানতে পারে ২৭ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর। এই প্রেক্ষিতেই বিচারপতি প্রশ্ন, যদি রিপোর্টে সন্তুষ্ট না হয় তাহলে তো দ্বিতীয়বার রিপোর্ট তলব করবেই তদন্তকারীরা। এতে অন্যায় কোথায়? যখন তদন্ত চলছে সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে, এটাই স্বাভাবিক নয় কি?
বিচারপতি ফলত বলেন, ইডি দু’সপ্তাহের সময় দিয়ে জানিয়েছিল এই সময়ের মধ্যে সমস্ত তথ্য ইডি অফিসে জমা দিতে হবে। সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, তাহলে ইডির তাঁকে ফের সমনের ইস্যু কি অন্যায়? তাঁর নির্দেশ, প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য পেল কিনা তা আগামী ১৩ অক্টোবর আদালতে জানাবে ইডি। যদি আর তথ্যের প্রয়োজন হয় তাহলে আদালতেই জানাতে হবে ইডিকে।
যদিও এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আইনজীবী এও বলেন, সিঙ্গেল বেঞ্চে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সে বিষয়ে তাঁদের অজানা। কিন্তু ইডি যে রিপোর্ট জমা দিয়েছে তাতে আদালত যদি সন্তুষ্ট না হয় তার জন্য তাঁর মক্কেলের কিছু করার নেই।