৪৮ ঘণ্টা সময় আছে! হামলার ঘটনায় কুড়মিদের হুঁশিয়ারি অভিষেকের

শালবনি: শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঝাড়গ্রামের শালবনিতে ঢুকতেই কয়েকটি গাড়িতে হামলা হয়। রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ির কাচ ফেটে গিয়েছে তাতে। এদিকে কনভয়ের অন্য গাড়িতে রীতিমতো ইটবৃষ্টি করে কুড়মিরা বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর' স্লোগানও তোলা হয়। এই ঘটনায় বীরবাহা বিজেপি এবং সিপিএমের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এদিকে কুড়মিদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হামলার ঘটনা নিয়ে মুখ খুলে অভিষেক কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হামলার পিছনে তাঁরা সত্যিই রয়েছেন কিনা তা, ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করতে হবে। নইলে তিনি ধরে নেবেন, কুড়মিরাই তাঁর কনভয়ে হামলা চালিয়েছে। তাঁর দাবি, কুড়মিদের বিক্ষোভে তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেছেন। অর্থাৎ অভিষেক এই বিষয়ে কাদের বা কোন দলের কর্মীদের নিশানা করেছেন তা বোঝাই যায়। এক্ষেত্রে তাঁর বক্তব্য, যারা এই কাজ করেছে, তাদের সবাইকে চিহ্নিত করা চলছে। প্রশাসনও চিহ্নিত করে ব্যবস্থা নেবে। কাউকে ছাড়া হবে না।
যদিও এই ঘটনা নিয়ে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে কুড়মি সমাজ। তাঁদের এক নেতা জানিয়েছেন, আদিবাসী কুড়মি সমাজ সংগঠনের এই অবরোধ কর্মসূচি ছিল না। তারা এই ধরনের আন্দোলনে বিশ্বাস করে না। বরং তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতেই এই কাজ করা হয়েছে। গোটা ঘটনায় তারা সঠিক তদন্তের দাবি করেছে।