abhisekh banerjee
কলকাতা: ৫ দিন পর রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর তিনি ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তাঁদের। কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ নিয়ে তৃণমূল তাঁর দ্বারস্থ হয়েছিল, সেই ইস্যুতে রাজ্যপাল ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও খবর। যদিও আপাতত ধর্না তুলে নিলেও আগামী দিনে যে তৃণমূল অনির্দিষ্টকালের জন্য আবার ধর্না কর্মসূচি শুরু করতে পারে তার হুঁশিয়ারি দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন রাজভবন থেকে বৈঠক করে বেরিয়ে অভিষেক জানান, তিনি আরও ২৪ ঘণ্টা ধর্না করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলীয় নেতৃত্ব এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি ধর্না তুলে নিচ্ছেন। রাজ্যপালকে তারা ৩ সপ্তাহ সময় দিয়েছিলেন কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য। কিন্তু রাজ্যপাল নিজেই ২৪ ঘণ্টার কথা বলে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অভিষেক জানান, কেন্দ্রের উত্তরের অপেক্ষায় তিনি চেয়েছিলেন আগামী ২৪ ঘণ্টা ধর্না জারি রাখতে। তবে আপাতত আর ধর্না না করলেও ১ নভেম্বর থেকে আবার এই কর্মসূচি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তৃণমূল নেতা জানান, ৩১ অক্টোবরের মধ্যে বাংলার মানুষের দাবি নিয়ে পদক্ষেপ করা হলে তার পরের দিন থেকেই ফের পথে নামবেন তাঁরা।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে বৈঠক যান সাত জন বঞ্চিত বা ভুক্তভোগী, অর্থাৎ যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, তাঁদের পরিবারের সদস্য আর দলের প্রতিনিধিরা। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং সেই সংক্রান্ত কিছু সমস্যার কথা উল্লেখ করে স্মারকলিপি জমা দেয় তৃণমূল। দলের তরফে এও জানান হয়, রাজ্যপাল চিঠিগুলি গ্রহণ করেছেন, বৈঠকও ভালো হয়েছে। অন্যদিকে, বৈঠকের পর রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি ধৈর্য ধরে সব বক্তব্য শুনেছেন।