একের পর এক ‘কুকথা’, শুভেন্দুর বিরুদ্ধে মানহানি মামলা করলেন অভিষেক

একের পর এক ‘কুকথা’, শুভেন্দুর বিরুদ্ধে মানহানি মামলা করলেন অভিষেক

কলকাতা: আর কয়েক সপ্তাহ পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিউতি শোনা যাচ্ছে যে পরবর্তী কয়েক দিনের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ঝাঁজালো আক্রমণের পরিমাণ আরও অনেক বাড়িয়ে দিয়েছে স্বাভাবিকভাবেই। রাজ্যে রাজনৈতিক উত্তাপ হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে রাজনীতির লড়াই পৌঁছে গেল আদালতের দোরগোড়ায়। কারণ একের পর এক কুকথায় তিনি অপমানিত হচ্ছেন এই দাবি জানিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যে ক’টি জনসভা করেছেন প্রত্যেকটি থেকে ভাইপো নাম নিয়ে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেছেন। আবার কখনো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ক্ষোভ উগ্রেছেন তিনি। এই প্রেক্ষিতেই এবার তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। অভিষেকের আইনজীবী দাবি করেছেন, যেভাবে তার মক্কেলের নাম নিয়ে আক্রমণ করা হচ্ছে এবং কু কথা বলা হচ্ছে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি হয়েছে। এই কারণেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মামলা। বর্ধমান আদালতে মামলা দায়ের করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ। এর আগে একে অপরকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন দুজনে। মামলা করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অবশেষে মানহানির মামলা করলেন তিনি।

এর আগে জনসভা করে নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভাইপো শব্দ উচ্চারণ করে দুর্নীতিবাজ, তোলাবাজ বলে কটাক্ষ করেছিলেন। একই সঙ্গে প্রত্যক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাকে তোলাবাজ বলেছেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পর্যন্ত পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেবার ক্ষমা চাননি বিজেপি নেতা। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আইনি নোটিশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে আপাতত ব্যাপারটা আইনি নোটিস পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন সরাসরি মামলা দায়ের হয়ে গেল বিজেপি নেতার বিরুদ্ধে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − two =