Aajbikel

একজনের সেলফি আমেরিকায়, অন্যজন পুজো দিতে ব্যস্ত! অভিষেক-রুজিরার ছবি ভাইরাল

 | 
abhi_ruji

কলকাতা: চোখের চিকিৎসার কারণে আপাতত বিদেশে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির সাময়িক আপত্তি থাকলেও আদালতের 'সবুজ সঙ্কেত' পেয়ে তাঁর বিদেশ যেতে কোনও সমস্যা হয়নি। আপাতত আমেরিকায় আছেন তিনি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় থাকলেও তাঁর স্ত্রী রুজিরা কিন্তু এদেশে। বরং তিনি পুজো দিতে ব্যস্ত। একই সঙ্গে দুজনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যা নিয়েও চর্চাও হচ্ছে ভালোই। 

গত ২৬ জুলাই বিদেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমেরিকায় আছেন তিনি এবং নিউ ইয়র্কের জনপ্রিয় টাইমস স্কোয়ার ইতিমধ্যেই ঘোরা হয়েছে তাঁর। সেখানেরই একটি ছবি বা সেলফি তুলে নিজের সামাজিক মাধ্যমে দিয়েছিলেন তিনি। সেটাই এখন ভাইরাল। ছবিতে দেখা গিয়েছে, অভিষেক একটি ল্যাভেন্ডার রঙের টিশার্ট পরে। তাঁর চোখে একটি সানগ্লাস। আর পিঠে কালো লেদার ব্যাগ। অন্যদিকে, অভিষেক যখন আমেরিকায় তখন তাঁর স্ত্রীর ছবি ভাইরাল হল তারকেশ্বর থেকে। রবিবার তারকেশ্বরের মন্দিরে শিব পুজো দিতে গিয়েছিলেন তিনি। রুজিরার সঙ্গে ছিলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু ও কয়েকজন কাউন্সিলর।

প্রসঙ্গত, আমেরিকার জন হপকিন্স হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়। তাঁর সঙ্গে বিদেশ গিয়েছিলেন রুজিরাও। কিন্তু ক'দিন আগেই তিনি ফিরে এসেছেন দেশে। 

Around The Web

Trending News

You May like