গায়ের জোরে বাংলার টাকা আটকানো যাবে না! ফের হুঁশিয়ারি দিলেন অভিষেক

গায়ের জোরে বাংলার টাকা আটকানো যাবে না! ফের হুঁশিয়ারি দিলেন অভিষেক

5d4732dd9c43db5f798b2725caa7ce42

কলকাতা: ১০০ দিনের কাজে বকেয়া সহ একাধিক দাবিতে দিল্লি অভিযান করেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া সেই অভিযানে প্রাথমিকভাবে সফলতা পায়নি তারা। তবে কলকাতায় ফিরে এসে রাজভবন অভিযান করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নজরে গোটা বিষয়টি আনতে সক্ষম হয়েছে ঘাসফুল শিবির। রাজ্যপাল তাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরদিনই গিয়েছেন দিল্লি, কেন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যার সমাধান হবে। আপাতত এই ইস্যুতে নমনীয় হয়েছে তৃণমূল, যদিও কেন্দ্রকে ‘ডেডলাইন’ দিয়েছে তারা। সেই প্রেক্ষিতে আজ আবারও হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

৫ দিন টানা ধর্না করার পর রাজ্যপাল তৃণমূলের সঙ্গে দেখা করেছিলেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে টাকা মেটানোর জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন। আজ ডায়মন্ড হারবারে পুজো জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি ফের বলেন, গায়ের জোরে যদি কেউ বাংলার মানুষের টাকা আটকে রাখতে চেষ্টা করে, সে সফল হবে না। রাজভবনের সামনে ৫ দিন ধর্না করা ট্রেলার ছিল, সিনেমা ৩১ অক্টোবরের পর দিন থেকে দেখানো হবে। তাঁর দাবি, বাংলার ২১ লক্ষ ৭৫ হাজার পরিবার কেন্দ্রের টাকা থেকে বঞ্চিত। অভিষেকের আশ্বাস, আগামী ৬ মাসের মধ্যে টাকা ফিরিয়ে আনবেন তিনি। যদি আনতে না পারেন, পারিশ্রমিকের ব্যবস্থাও মা-মাটি-মানুষের সরকার করবে। 

প্রসঙ্গত, দিল্লিতে ধর্না দিয়ে কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূল। কিন্তু মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি, উলটে কৃষিভবনে ‘হেনস্থা’র মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ, বিধায়করা। দিল্লি পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে বের করে দিয়েছিল বলেও অভিযোগ ওঠে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *