কলকাতা : নারদকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়ের বন্ধু বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের পরে এবার ইডির তলব রত্না চট্টোপাধ্যায়ের বন্ধু চিকু ওরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। মেয়র পদ থেকে পদত্যাগের পরে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, রত্না তাঁর অজান্তে একাধিক বেনামি কোম্পানি খুলেছেন৷ এই বিষয়ে রত্নার সহযোগী তাঁর বন্ধু চিকু। পরে জানান যায়, চিকু আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে এক ব্যাক্তি, যিনি তাঁদের পারিবারিক বন্ধু বলে দাবি শোভন পত্নীর৷ তাঁকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷
সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে খতিয়ে দেখতেই এই তলব। রত্না চট্টোপাধ্যায়ের যে সব ঘোষিত ও অঘোষিত সম্পত্তির কথা প্রাক্তন মেয়র জানিয়েছেন, তাঁর সঙ্গে নারদ কাণ্ডের কোনও যোগাযোগ আছে কি না তা জানতেই অভিজিৎকে তলব করেছে ইডি। ইতিমধ্যে শোভন-বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দুবার সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অভিযোগ করেন, স্বামীকে না জানিয়ে অনেক কোম্পানি খুলেছেন শোভন পত্নী রত্না। সেই গুলির মালিক একা রত্না চট্টোপাধ্যায় নন, রয়েছেন তাঁর বন্ধু অভিজিৎও৷ এবার সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁকেও ডেকে পাঠানো হয়। এক সপ্তাহের মধ্যে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।