কলকাতা: কলকাতার কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। শাসক দলের একাধিক বিধায়ক এবং নেতাদের সঙ্গে ধৃত দেবাঞ্জনের ছবি থাকায় জটিলতা আরও বেড়েছে। আক্রমণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে এই ঘটনার প্রেক্ষিতে এবার মমতার পাশেই দাঁড়ালেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ব্যবসায়ী নীরব মোদী, মেহুল চোকসির প্রসঙ্গ টেনে মোদী সরকারকে আক্রমণ করলেন তিনি।
টুইট করে অভিজিৎ লিখেছেন, ‘আই এস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যদি মমতা দিদিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাহলে অবশ্যভাবেই মোদীজীকেও নীরব মোদী, মেহুল চোকসি ও বিজয় মালিয়ার সঙ্গে যুক্ত দুর্নীতিকাণ্ডেও দোষারোপ করা যেতে পারে। সুতরাং একজন ব্যক্তির কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তোলা যায় না।’ উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে দেখা করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়৷ এর পর থেকেই তুঙ্গে ওঠে জল্পনা৷ জানা গিয়েছে, অভিষেকের দফতরে বেশ কিছুক্ষণ ছিলেন অভিজিৎ৷ প্রণব-পুত্রের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে অনেক দূর কথা এগিয়ে গিয়েছে বলেও সূত্রের খবর৷ এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন আরও বড় দলবদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
If Didi @MamataOfficial is to be blamed personally for a fake vaccination camp by an impersonating IAS Officer #DebanjanDeb , then surely ModiJi is to blamed for all the scams by Nirav Modi ,Vijay Mallya , Mehul Choksi etc.
So no point blaming the Govt of WB for an individual act— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) June 25, 2021
প্রসঙ্গত ইতিমধ্যেই, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলীধর শর্মা। একইসঙ্গে জানা গিয়েছে, রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি এই ঘটনায় তদন্ত করতে পারে। এর পাশাপাশি নবান্নের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে যাতে নকল টাকা কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব কঠোর শাস্তি পায়। এর পাশাপাশি নবান্ন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের যে কোনো জায়গায় টিকাকরণ কর্মসূচি করার জন্য আগে অনুমতি নিতে হবে। জেলা স্বাস্থ্য দফতর কিংবা পুরসভার কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো টিকাকরণ কেন্দ্র করা যাবে না। একই সঙ্গে কোথায় কত টিকা দেওয়া হল এবং কাদের টিকা দেওয়া হল, সব বিষয়ে বিশদে জানাতে হবে রাজ্য প্রশাসনকে।